আরও পড়ুন - IPL 2021: KKR vs MI: ম্যাচ জিতেও অস্বস্তি, ২৪ লক্ষ টাকা ফাইন ইয়ন মর্গ্যানের!
এই কিডস মোড ফিচারটি বিং সেফসার্চ (Bing SafeSearch) যুক্ত। এর ফলে শিশুরা নির্দিষ্ট ৭০টি জনপ্রিয় শিশুদের ওয়েবসাইট (Website) ছাড়া অন্য কোনও ওয়েবসাইট খুলতে পারবে না। এগুলো ছাড়া কোনও শিশু অন্য কোনও ওয়েবসাইট খুলতে গেলেই তাদের অভিভাবকদের অনুমতির দরকার হবে। এর ফলে অভিভাবকরা তাদের শিশুদের ইন্টারনেটের ক্ষতিকারক দিকগুলো থেকে দূরে সরিয়ে রাখতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক, কী ভাবে এই কিডস মোড চালু করতে হবে-
advertisement
স্টেপ ১ - মাইক্রোসফট এজ খুলে প্রোফাইল আইকনে (Profile Icon) ক্লিক করতে হবে। এটি স্ক্রিনের ওপরে ডান দিকের কোণে রয়েছে। তার পর ব্রাউজ ইন কিডস মোড (Browse In Kids Mode)-এ ক্লিক করতে হবে।
আরও পড়ুন - Explainer: Covid 19-র পাশাপশি Viral Fever-র প্রকোপ বাড়ছে, যে যে বিষয় মাথায় রাখতে হবে...
স্টেপ ২ - এর পর স্ক্রিনের ওপর একটা পপ-আপ (Pop-Up) দেখতে পাওয়া যাবে, সেটাতে ক্লিক করলে স্টারটেড (Started) অপশন দেখতে পাওয়া যাবে। সেটাতে ক্লিক করে নিজেদের বাচ্চাদের বয়স সিলেক্ট করতে হবে।
স্টেপ ৩ - বয়স অনুযায়ী ব্রাউজিং (Browsing) করার অনুমতি পাওয়া যাবে। ৫ থেকে ৮ বছর সিলেক্ট করলে, কয়েকটি আইকন যুক্ত ব্রাউজার দেখা যাবে, ৯ থেকে ১২ বছর সিলেক্ট করলে বয়স অনুযায়ী নিউজ আর্টিকেল দেখা যাবে হোম ব্রাউজারে।
কিডস মোড থেকে বেরোনোর জন্য এক্সিট কিডস মোড (Exit Kids Mode) অপশনে ক্লিক করতে হবে। এর পর নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড (Password) ও পিন (PIN) দিয়ে সেটা ক্লোজ করতে হবে।