এমন পরিস্থিতির হাত থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় নিয়ে এল গুগল মেসেজ। এর জন্য নোটিফিকেশন সাইলেন্স করে রাখতে হবে। কীভাবে? এখানে রইল তারই হদিশ। গুগল মেসেজ নির্দিষ্ট কথোপকথনের নোটিফিকেশন সাইলেন্সে রাখার অনুমতি দেয়। সেটা ব্যক্তিগত চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট। ইউজার তাঁর পছন্দ অনুযায়ী অ্যালার্ট কাস্টমাইজ করতে পারেন।
advertisement
গুগল মেসেজের নোটিফিকেশন মিউট করার পদ্ধতি: প্রথম ধাপ – স্মার্টফোনে গুগল মেসেজ অ্যাপ খুলতে হবে। তারপর ইউজার যে চ্যাটের নোটিফিকেশন মিউট করতে চান, ঢুকতে হবে সেখানে। সেটা ব্যাক্তিগত কিংবা গ্রুপ চ্যাট, যাই হোক না কেন।
দ্বিতীয় ধাপ – স্ক্রিনের উপরের ডান দিকে তিনটি লম্বালম্বি বিন্দু রয়েছে। এবার এখানে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ – এখন দুটি বিকল্প আসবে। ‘ডিটেইলস’ এবং ‘গ্রুপ ডিটেইলস’। অর্থাৎ ইউজার ব্যক্তিগত না কি গ্রুপ চ্যাট, যেটা মিউট করতে চান সেটা বেছে নেবেন।
চতুর্থ ধাপ – এবার ‘নোটিফিকেশন’ অপশন আসবে।
পঞ্চম ধাপ – এখানেই থাকবে ‘সাইলেন্ট’ অপশন। তাতে ক্লিক করে ইউজার ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট মিউট করতে পারবেন।
আরও পড়ুন Travel Destination: সপ্তাহান্তে দার্জিলিংয়ের কাছেই পাইনে ঘেরা এই গ্রামে ঘুরে আসুন! মন ভাল হয়ে যাবে
এখানেই শেষ নয়। আরও কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ইউজার নির্দিষ্ট সময়ের জন্য নোটিফিকেশন মিউট করতে পারেন। যদি মনে হয়, এক ঘণ্টা কাজ আছে। এই সময় যেন কোনও নোটিফিকেশন না আসে। তাহলে ‘মিউট ফর ১ আওয়ার’ অপশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এরকমই ‘মিউট ফর ৮ আওয়ার’, ‘মিউট ফর ২ ডেজ’ অপশনো রয়েছে।
ইউজার পছন্দ মতো নোটিফিকেশন সাউন্ডও বদলাতে পারেন। এর জন্য নোটিফিকেশন লাইব্রেরিতে ঢুকে ‘সাউন্ড’ অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো টোন বেছে নিতে হবে। এছাড়া নোটিফিকেশনে ‘ভাইব্রেট’ অপশন চালু এবং বন্ধ করার বিকল্পও রয়েছে।