TRENDING:

আর ভাল লাগছে না WhatsApp? অ্যান্ড্রয়েড-আইওএস ডিভাইসে কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন দেখুন

Last Updated:

পুরনো অ্যাকাউন্ট ডিলিট করার আগে নিষ্ক্রিয় করতে হবে। নাহলে অ্যাকাউন্ট সক্রিয় থাকবে, বন্ধুবান্ধব মেসেজ পাঠাবে, কিন্তু সেগুলো দেখা যাবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাঝে মধ্যে অনেকেরই মনে হয়, সব ছেড়েছুড়ে পালাই। দুটো দিন কাটিয়ে আসি নির্জন সমুদ্র সৈকতে। কিংবা পাহাড়ের কোলে কোনও গ্রামে। লোক-লৌকিকতা আর ভাল লাগে না।
আর ভাল লাগছে না WhatsApp? অ্যান্ড্রয়েড-আইওএস ডিভাইসে কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন দেখুন
আর ভাল লাগছে না WhatsApp? অ্যান্ড্রয়েড-আইওএস ডিভাইসে কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন দেখুন
advertisement

এখন ডিজিটাল যুগ। সোশ্যাল মিডিয়া জীবনের অংশ। কিন্তু মাঝে মধ্যে তো মনে হয়, চুলোয় যাক সোশ্যাল মিডিয়া। দুটো দিন নিজের মতো করে কাটাই। পুরনো দিনের মতো। কোনও নোটিফিকেশন নজর টানতে পারবে না। বিরক্ত করবে না মেসেজিং অ্যাপ।

অনেক সময় পুরনো মেসেজিং অ্যাপ আর টানে না। মন খোঁজে নতুন কিছু। WhatsApp-এর কথাই ধরা যাক। বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করছেন। পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। ছবি, ভিডিও পাঠানোও খুব সহজ।

advertisement

আরও পড়ুন: ১০‍%, ৩০% নাকি ৫০%, ফোন কখন চার্জে বসানো উচিত? এই ভুলেই বারোটা বাজছে ব‍্যাটারির

কিন্তু ক্রমাগত একই জিনিস করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায়। WhatsApp-ও তো আলাদা কিছু নয়। আর এখন তো হাজারটা মেসেজিং অ্যাপ রয়েছে। তাহলে? নতুন কোনও অ্যাপে গা ভাসানোর ইচ্ছে? তাহলে পুরনো অ্যাকাউন্ট ডিলিট করার আগে নিষ্ক্রিয় করতে হবে। নাহলে অ্যাকাউন্ট সক্রিয় থাকবে, বন্ধুবান্ধব মেসেজ পাঠাবে, কিন্তু সেগুলো দেখা যাবে না।

advertisement

যে কেউ WhatsApp অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে পারেন। খুব সহজ। কিন্তু মনে রাখতে হবে, অ্যাকাউন্ট একবার নিষ্ক্রিয় হয়ে গেলে সেটা আর ফেরত পাওয়া যাবে না। WhatsApp বলছে, ‘ভুল করেও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে ফেললে সেটা আর ফেরত পাওয়া যাবে না’।

অ্যান্ড্রয়েডে WhatsAppপ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পদ্ধতি:

প্রথম ধাপ – স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

advertisement

দ্বিতীয় ধাপ – উপরের ডান দিকের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ – সেটিংস অপশনে গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন:  চটজলদি শেষ হয়ে যাচ্ছে ফোনের ব্যাটারি! এই টিপস্ গুলি মেনে চললেই চিন্তা নেই

চতুর্থ ধাপ – ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’-এ ক্লিক করে নিজের নম্বর লিখতে হবে।

advertisement

পঞ্চম ধাপ – ড্রপডাউন মেনু খুলে যাবে। সেখানে অ্যাকাউন্ট ডিলিট করার কারণ বাছতে হবে।

ষষ্ঠ ধাপ – এবার ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।

আইওএস-এ WhatsApp অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পদ্ধতি:

প্রথম ধাপ – হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

দ্বিতীয় ধাপ – সেটিংসে গিয়ে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ – আন্তর্জাতিক ফর্ম্যাটে ফোন নম্বর লিখে ক্লিক করতে হবে ডিলিট মাই অ্যাকাউন্ট অপশন। অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আর ভাল লাগছে না WhatsApp? অ্যান্ড্রয়েড-আইওএস ডিভাইসে কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল