TRENDING:

বাজারে এবার স্মার্ট আন্ডারওয়ার! অবাক করা জিনিস, এমন কাজ করবে জেনে অবাক হবেন

Last Updated:

Smart Underware : স্মার্টফোন, স্মার্টওয়াচের পর এবার বাজারে স্মার্ট আন্ডারওয়্যার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সারা বিশ্ব জুড়ে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অপরাধের হার। বিভিন্ন ধরনের ক্রাইম কমানোর জন্য বিভিন্ন ধরনের উপায় খুঁজে বের করার সঙ্গে সঙ্গে উন্নত ও আধুনিক টেকনোলজির সাহায্য নেওয়া হচ্ছে। এরই মধ্যে জানা গিয়েছে যে, বাজারে নিয়ে আসা হচ্ছে একটি আধুনিক স্মার্ট আন্ডারওয়ার।
advertisement

এই স্মার্ট আন্ডারওয়ারের মাধ্যমে ব্যক্তিকে ট্র্যাক করার সঙ্গে সঙ্গে অডিও এবং ভিডিও রেকর্ড করা যাবে। নতুন এই স্মার্ট আন্ডারওয়ার বাজারে নিয়ে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

তারা SMART ePANTS প্রোগ্রামের মাধ্যমে স্মার্ট পোশাকের দ্বারা নজরদারি বাড়াতে চলেছে। এই স্মার্ট আন্ডারওয়ারের মাধ্যমে কারও গতিবিধি সম্পর্কে বিস্তারিত ভাবে জানা যাবে এবং তার অডিও ও ভিডিও রেকর্ড করা সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন- ওয়াশিং মেশিন কিনবেন? টপ লোড নাকি ফ্রন্ট! কোনটা কিনলে লাভ, দেখে নিন

সারা বিশ্ব জুড়েই বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে। বিভিন্ন দেশের গোয়েন্দারা এই স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। এরই মধ্যে ইউনাইটেড স্টেটসের মার্কিন গোয়েন্দা সংস্থা এই অভিনব স্মার্ট আন্ডারওয়ারের আবিষ্কার করেছেন।

advertisement

স্মার্ট আন্ডারওয়ার –

প্রায় $২২ মিলিয়ন ফেডারেল অর্থ দ্বারা পৃষ্ঠপোষকতায় তৈরি এই SMART ePANTS প্রকল্পের প্রধান লক্ষ্য সুরক্ষা প্রদান করা। ইন্টেলিজেন্স অ্যাডভান্সডের নেতৃত্বে রিসার্চ প্রজেক্টস অ্যাক্টিভিটি (আইএআরপিএ), এই প্রোগ্রামটির পোশাক নিয়ে কাজ করছে। যার মাধ্যমে তৈরি করা হয়েছে এই স্মার্ট আন্ডারওয়ার।

এর মাধ্যমে অডিও, ভিডিও এবং ভূ-অবস্থানের ডেটা ক্যাপচার করা যেতে পারে। ePANTS প্রোগ্রামের মাধ্যমে শার্ট ও মোজা থেকে অন্তর্বাস পর্যন্ত বিভিন্ন পোশাককে স্মার্ট করা হয়েছে, যা গুপ্তচরের কাজকে সহজ করে তুলতে পারে।

advertisement

স্মার্ট আন্ডারওয়ারের ডিজাইন –

IARPA দ্বারা এই স্মার্ট আন্ডারওয়ারের ডিজাইন করা হয়েছে। এতে সাহায্য করেছে মাস্যাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি। নিরাপত্তার কারণে এই স্মার্ট আন্ডারওয়ারের ডিজাইন সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি। জানা গিয়েছে যে, নিরাপত্তা এবং গুপ্তচরবৃত্তির কথা মাথায় রেখে এই স্মার্ট আন্ডারওয়ার ডিজাইন করা হয়েছে।

আরও পড়ুন- ২৮ বছরের পুরনো এই অ্যাপ আর থাকবে না উইন্ডোজে! বড় সিদ্ধান্ত

advertisement

স্মার্ট আন্ডারওয়ারের টেকনোলজি –

IARPA স্মার্ট টেকনোলজির মাধ্যমে এই স্মার্ট আন্ডারওয়ার তৈরি করেছে। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক টেক্সটাইল প্রযুক্তি। এর আগেও মার্কিন গোয়েন্দা সংস্থা দ্বারা পোশাকের মাধ্যমে নজরদারি চালানোর জন্য বিভিন্ন ধরনের ড্রেসের আবিষ্কার করা হয়। কিন্তু, এই স্মার্ট আন্ডারওয়ারে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ডেটা সংগ্রহের টেকনোলজি।

স্মার্ট আন্ডারওয়ারের ক্ষমতা –

এই স্মার্ট আন্ডারওয়ারের ক্ষমতা অনেকটাই বেশি এবং আধুনিক। এটি আগামী দিনে স্মার্টফোনের থেকেও বেশি স্মার্ট হয়ে উঠতে পারে এবং গুপ্তচরদের নেতৃত্ব দিতে পারে। কারণ এর মাধ্যমে খুব সহজে অডিও এবং ভিডিও রেকর্ড করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডেটা স্টোর করা সম্ভব।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে এবার স্মার্ট আন্ডারওয়ার! অবাক করা জিনিস, এমন কাজ করবে জেনে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল