২৮ বছরের পুরনো এই অ্যাপ আর থাকবে না উইন্ডোজে! বড় সিদ্ধান্ত

Last Updated:

Microsoft notepad: অভ্যাসে ইতি টানার পালা, ২৮ বছরের পুরনো অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে।

কলকাতা: যত দিন যায়, নিজেদের পণ্যকে আরও করে তোলাই ব্যবসার নিয়ম, বিশেষ করে এই কথাটা খেটে যায় টেকদুনিয়ায়। প্রায় রোজই সেখানে নতুন নতুন অ্যাপের আনাগোনা বা পুরনোতে আপডেট এনে ইউজার এক্সপেরিয়েন্স আগের চেয়েও সুখকর করে তোলার প্রচেষ্টা চলে। মাইক্রোসফটও রয়েছে সেই দলে।
কিন্তু এবার তারা উইন্ডোজ আপডেট নিয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যা সামান্য হলেও নড়ে-চড়ে বসতে বাধ্য করবে অনেক ইউজারকে। জানা গিয়েছে যে অদূর ভবিষ্যতে ওয়ার্ডপ্যাড আর উইন্ডোজে রাখবে না মাইক্রোসফট।
আরও পড়ুন- কমছে সৃজনীশক্তি, প্রভাব পড়ছে উৎপাদনশীলতায়! আপনাকে সাহায্য করতে পারে একটি অ্যাপ
ওয়ার্ডপ্যাড, সত্যি বলতে কী, এতগুলো বছরে মাইক্রোসফটের প্রায় অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। নয়-নয় করে হলেও বিগত ২৮ বছর ধরে এই ওয়ার্ডপ্যাড আমাদের সঙ্গী।
advertisement
advertisement
উইন্ডোজ ৯৫-এর আমল থেকে সে নিজের জায়গা করে নিয়েছে আমাদের কমপিউটারে। এবার সেই অভ্যাসে ইতি টানার পালা, যদিও ঠিক কবে থেকে আর উইন্ডোজে ওয়ার্ডপ্যাড দেখা যাবে না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি মাইক্রোসফট।
তারিখ যা-ই হোক, সংস্থার এই সিদ্ধান্ত ঠিক কতটা প্রভাব ফেলতে পারে ইউজারদের উপরে?
সে ভাবে দেখলে মাইক্রোসফট উইন্ডোজে ওয়ার্ডপ্যাড থাকা বা না থাকায় কিছু এসে-যায় না। কেন না, বাজারে ওয়ার্ড প্রসেসিং অ্যাপের অন্ত নেই বললেই চলে প্রায়।
advertisement
আরও পড়ুন- AI-এর বানানো ছবি চিনতে ওয়াটার মার্ক! Google কাজ করছে নতুন প্রযুক্তি নিয়ে
মাইক্রোসফট ওয়ার্ড তো রয়েছেই, চাইলে ইউজাররা জিমেলের মাধ্যমে গুগল ডকস ব্যবহার করতে পারেন। গুগল ডকস মেশিন ক্র্যাশ করলেও হারিয়ে যাওয়ার ভয় থাকে না, ফলে অনেক ইউজারই এখন লেখালিখির প্রয়োজনে এই দিকে ঝুঁকেছেন।
এছাড়া রয়েছে সাবেকি নোটপ্যাড। তবে অনেকেই নোটপ্যাডে লিখতে পছন্দ করেন না। লিখতে লিখতে ওয়ার্ড কাউন্ট দেখে নেওয়ার সুবিধে কম, সাদা পাতার লুক অ্যান্ড ফিলটাও তার উপরে এখানে নেই।
advertisement
না থাকলেই বা কী, আরও নানা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ তো আছে, যেমন- LibreOffice, Zoho Docs, WPS office ইত্যাদি। ফলে, ইউজারদের লেখার ছন্দে এবং গতিতে কোনও প্রভাব পড়ার কথাই নয় মাইক্রোসফটের এই সিদ্ধান্তে, শুধু ওয়ার্ডপ্যাড ইউজারদের অভ্যাস বদল হবে, এই যা!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২৮ বছরের পুরনো এই অ্যাপ আর থাকবে না উইন্ডোজে! বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement