ওয়াশিং মেশিন কিনবেন? টপ লোড নাকি ফ্রন্ট! কোনটা কিনলে লাভ, দেখে নিন

Last Updated:

Washing machine: নতুন ওয়াশিং মেশিন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা জেনে নিন।

কলকাতা: যাঁরা একটি নতুন ওয়াশিং মেশিন ক্রয় করার কথা চিন্তা করছেন, তাঁদের সবার আগে অবশ্যই জানা উচিত কোন ওয়াশিং মেশিন তাঁদের জন্য উপযুক্ত হবে – ফ্রন্ট লোড না টপ লোড। এই ক্ষেত্রে কোন ওয়াশিং মেশিনের কাজ কেমন তা বোঝার পরেই ক্রয় করা উচিত।
ওয়াশিং মেশিন না থাকলে ঘরের জামাকাপড় ধোয়ার সময় অনেক পরিশ্রম করতে হয়। অনেক সময় জামাকাপড় ধুয়ে হাতে ব্যথা শুরু হয় এবং কাপড় ধোয়াতেও অনেক বেশি সময় লাগে।
আরও পড়ুন- সৌরভের বায়োপিকের নায়ক মুখ খুললেন! কবে আসছে ‘দাদা’র সিনেমা! বড় আপডেট
যাঁদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাঁরা এর গুরুত্ব খুব ভাল করে বোঝেন। কিন্তু, যাঁরা নতুন ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন, তাঁদের মধ্যে অনেকেরই কোন ওয়াশিং মেশিন কিনবেন তা নিয়ে বিভ্রান্তি রয়েছে, তাঁরা বুঝে উঠতে পারেন না কোনটা সেরা- ফুললি টপ লোড ওয়াশিং মেশিন না কি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন।
advertisement
advertisement
সম্পূর্ণ অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিনগুলি সাধারণত বেশি সুবিধাজনক। কারণ গ্রাহকদের কাপড় লোড এবং আনলোড করতে নিচু হতে হবে না। এটি গ্রাহকদের পিঠে চাপ পড়তে দেয় না।
কিন্তু, টপ লোডিং ওয়াশিং মেশিনগুলিতে জামাকাপড় শক্ত হয়ে যেতে পারে এবং ওভারলোড হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে।
অন্য দিকে, ফ্রন্ট লোড অটোমেটিক ওয়াশিং মেশিনে জামাকাপড় মসৃণ থাকে। টপ লোড ওয়াশিং মেশিনে বালিশের মতো বড় আইটেমগুলি ধোয়াও কঠিন। কারণ সেগুলি জলে সম্পূর্ণ ভাবে ডুবে যায় না।
advertisement
আরও পড়ুন- ২৮ বছরের পুরনো এই অ্যাপ আর থাকবে না উইন্ডোজে! বড় সিদ্ধান্ত
টপ লোড ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আরেকটি ভাল জিনিস হল যে, জামাকাপড় ধোয়ার মাঝখানে অন্য কাপড় দেওয়া যেতে পারে। কিন্তু, ফ্রন্ট লোডের ক্ষেত্রে এটি হয় না। একবার এটি বন্ধ হয়ে গেলে, জামাকাপড় ধোয়ার পরেই তা খোলা যাবে।
advertisement
জলের ব্যবহার সম্পর্কে কথা বলতে গেলে, ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনগুলি টপ-লোডিং ওয়াশিং মেশিনের তুলনায় কম জল এবং বিদ্যুৎ খরচ করে। একটি ভাল ফ্রন্ট-লোড ওয়াশিং মেশিন আমাদের পরিবেশের আরও ভাল যত্ন নিতে সাহায্য করতে পারে।
আবার, ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনগুলি সাধারণত একটি সাধারণ টপ লোডারের তুলনায় প্রায় ৩৩% দ্রুত স্পিন করে। যার অর্থ এর ড্রায়ারটি আরও শক্তিশালী এবং কাপড় দ্রুত ও আরও পুঙ্খানুপুঙ্খভাবে শুকায়।
advertisement
ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ হল যে, সময়ের সঙ্গে সঙ্গে এর দরজার রাবার গ্যাসকেটের চারপাশে শ্যাওলা তৈরি হতে পারে। এছাড়াও ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের টপ-লোডিং ওয়াশিং মেশিনের তুলনায় অনেক বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ওয়াশিং মেশিন কিনবেন? টপ লোড নাকি ফ্রন্ট! কোনটা কিনলে লাভ, দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement