TRENDING:

Google, Android: হ্যাক হতে পারে! গুগলের বিশেষ নজর অ্যান্ড্রয়েড ১৪-র ক্ষেত্রে ২জি নেটওয়ার্কে, আসছে নতুন ফিচার

Last Updated:

গুগল তাদের সুরক্ষা ফিচার সম্পর্কে বিশদে জানিয়েছে, যা অ্যান্ড্রয়েড ১৪-চালিত ফোনে ২জি নেটওয়ার্কগুলি বন্ধ করতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে ভারতের বাজারে এখনও ২জি নেটওয়ার্ক চালু রয়েছে। যদিও বর্তমানে বেশিরভাগ নেটওয়ার্কই ৪জি এবং ৫জি-তে চলে গিয়েছে। কিন্তু, গুগল লক্ষ্য করে দেখেছে যে, ২জি নেটওয়ার্কের ক্ষেত্রে গ্রাহকদের সিকিউরিটির কিছু সমস্যা হতে পারে। এর জন্য গুগল তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে ২জি নেটওয়ার্ক বন্ধ করে দিতে চলেছে। অর্থাৎ তাদের অ্যান্ড্রয়েড ১৪ ২জি নেটওয়ার্কে কাজ করবে না। এর জন্য গুগল নতুন একটি ফিচার নিয়ে আসছে
হ্যাক হতে পারে! গুগলের বিশেষ নজর অ্যান্ড্রয়েড ১৪-র ক্ষেত্রে ২জি নেটওয়ার্কে, আসছে নতুন ফিচার
হ্যাক হতে পারে! গুগলের বিশেষ নজর অ্যান্ড্রয়েড ১৪-র ক্ষেত্রে ২জি নেটওয়ার্কে, আসছে নতুন ফিচার
advertisement

টেক জায়ান্ট কোম্পানি গুগল তাদের সুরক্ষা ফিচার সম্পর্কে বিশদে জানিয়েছে, যা অ্যান্ড্রয়েড ১৪-চালিত ফোনে ২জি নেটওয়ার্কগুলি বন্ধ করতে পারে। গুগল ২জি নেটওয়ার্কের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ ব্যবহার করলেও ভারতে এখনও লাখ লাখ ২জি চালিত ফিচার ফোন ব্যবহার করা হয়ে থাকে।

অন্য আরেকটি উদ্বেগের বিষয় হল যে, পুরনো ফোনগুলিও ২জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে, যদি সেই এলাকায় অন্যান্য নেটওয়ার্ক উপলব্ধ না হয়। এটি নিরাপত্তার জন্য সমস্যার হয়ে উঠতে পারে। গুগল মনে করে যে, কিছু হ্যাকার ফোনে অন্যান্য নেটওয়ার্কের ব্যবহার অক্ষম করে তা ২জি নেটওয়ার্কে সীমাবদ্ধ করতে পারে, যাতে তারা সফ্টওয়্যার এবং নেটওয়ার্কের দুর্বলতার মাধ্যমে সেই ডিভাইসটি অ্যাকসেস করতে পারে।

advertisement

গুগলের তরফে এই বিষয়ে জানানো হয়েছে যে, “১৯৯১ সালে প্রথম নিয়ে আসা ২জি নেটওয়ার্কগুলি পরবর্তী মোবাইল প্রজন্মের মতো একই স্তরের নিরাপত্তা প্রদান করে না। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস (জিএসএম) স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে ২জি নেটওয়ার্কগুলিতে পারস্পরিক প্রমাণীকরণের অভাব রয়েছে। যা সাইবার অ্যাটাক করতে সাহায্য করে।”

২জি নেটওয়ার্কের এই সীমাবদ্ধতার কারণে হ্যাকাররা একটি ডিভাইসের সংযোগের বিকল্পগুলি ৫জি বা ৪জি থেকে ২জি-তে নামিয়ে আনতে পারে। এর ফলে পেগাসাসের মতো আক্রমণগুলি খুব সহজেই সংঘটিত হয়। গুগল জানিয়েছে যে, অ্যান্ড্রয়েড ১২ এই বিষয়ে কাজ করার জন্য প্রথম সংস্করণ ছিল এবং এটি প্রথমে Pixel 6-এ চালু করা হয়েছিল। কিন্তু এখন রেডিও HAL 1.6+ এবং অ্যান্ড্রয়েড ১৪-র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইস দ্বারা সমর্থিত এই নিরাপত্তা ফিচার বাড়তে চলেছে অন্য স্তরে।

advertisement

আরও পড়ুন: টেলিফোটো ক‍্যামেরা, ৩x অপটিক্যাল জুম! চমকে দেওয়া ফিচার নিয়ে আসছে এই ফোন, জেনে নিন খুঁটিনাটি

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ছেলে প্রহ্লাদের হাতে নতুন রূপ পেয়েছে অসমের মেখলা
আরও দেখুন

গুগল তার সর্বশেষ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলিকে সুরক্ষিত করতে চলেছে। যে সকল গ্রাহক এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্যই গুগল এই নতুন ফিচার চালু করছে। এর ফলে ২জি নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের ডিভাইসকে অ্যাটাক করা সম্ভব হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google, Android: হ্যাক হতে পারে! গুগলের বিশেষ নজর অ্যান্ড্রয়েড ১৪-র ক্ষেত্রে ২জি নেটওয়ার্কে, আসছে নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল