TRENDING:

Gmail ব‍্যবহার করেন? নতুন সুবিধা নিয়ে আসছে Google! জেনে নিন ঠিক কী সুবিধা পাবেন?

Last Updated:

জানা গিয়েছে যে Gmail একটি নতুন ‘Draft email with voice’ বাটন নিয়ে কাজ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি গুগল তাদের জিমেল অ্যাপকে আরও জনপ্রিয় করে তুলতে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। জিমেল হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেল পরিষেবা। এর মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন মেসেজ ছাড়াও ভিডিও, অডিও এবং ডকুমেন্ট সেন্ড করা সম্ভব। অফিসের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় জিমেল।
Gmail ব‍্যবহার করেন? নতুন সুবিধা নিয়ে আসছে Google! জেনে নিন ঠিক কী সুবিধা পাবেন?
Gmail ব‍্যবহার করেন? নতুন সুবিধা নিয়ে আসছে Google! জেনে নিন ঠিক কী সুবিধা পাবেন?
advertisement

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেল পরিষেবাটিতে বেশ কয়েকটি জেনারেটিভ এআই চালিত ফিচার রয়েছে। ‘Help me write’ ব্যবহারকারীদের জেনারেটিভ এআই-চালিত বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে ই-মেলগুলির খসড়া তৈরি করতে সক্ষম করে। টেক জায়ান্ট ভয়েস ব্যবহার করে সেই ই-মেলগুলির খসড়া করার একটি উপায়ও পরীক্ষা করছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে যে Gmail একটি নতুন ‘Draft email with voice’ বাটন নিয়ে কাজ করছে।

advertisement

আরও পড়ুন: কাজের সময় উধাও নেটওয়ার্ক? ফোনের সেটিংস-এ গিয়ে করুন এইসব পরিবর্তন, জেনে নিন টিপস

TheSPandroid-এর সাম্প্রতিক একটি ব্লগ পোস্ট অনুসারে, Gmail একটি নতুন বিল্ট-ইন কার্যকারিতা পরীক্ষা করছে। যা ইউজারদের ভয়েস ব্যবহার করে সম্পূর্ণ ই-মেল লিখতে দেবে। টিঙ্কার বলেছেন যে, তিনি একটি ফ্ল্যাগ ট্রিগার করে Gmail-এ বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সক্ষম হয়েছেন এবং যখনই তাঁরা একটি ই-মেল লিখতে বা উত্তর দিতে শুরু করেন, তখনই একটি বড় মাইক বাটনের সঙ্গে তাঁদের স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে ‘Draft email with voice’ নামে একটি নতুন বাটন পপ আপ হয়ে যায়।

advertisement

‘Draft email with voice’ বাটনে আলতো চাপ দিলে রেকর্ডিং শুরু হবে এবং ব্যবহারকারীরা কথা বলার পরে একই বাটনে ক্লিক করে এটি বন্ধ করতে সক্ষম হবেন। একবার কাজ হয়ে গেলে, তারপরে ইউজারদের ‘Create’ বাটনে ক্লিক করতে হবে এবং Gmail এআই ব্যবহার করে সেই খসড়াটি লিখবে। ব্যবহারকারীরা ই-মেল পাঠানোর আগে তাঁদের পছন্দ অনুযায়ী খসড়া সম্পাদনা করতেও সক্ষম হবেন। এটি সেই সময় কাজে লাগবে যখন ইউজাররা একটি ই-মেল পাঠাতে বা উত্তর দিতে চান, কিন্তু সম্পূর্ণ বার্তাটি টাইপ করতে চান না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও এটি Google কি-বোর্ডের বিদ্যমান স্পিক-টু-টাইপ কার্যকারিতার মতো শোনাতে পারে, তবে আসন্ন বৈশিষ্ট্যটি জেনারেটিভ এআই ব্যবহার করে এবং জি-মেলের সঙ্গে একযোগে কাজ করে, যার অর্থ অনেক বেশি সংখ্যক ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে সক্ষম হবেন। টিঙ্কার আরও বলেছে যে গুগল গত বছরের অক্টোবরে বৈশিষ্ট্যটির সঙ্গে সম্পর্কিত স্ট্রিংগুলি যুক্ত করেছে। তবে নতুন কার্যকারিতা কখন সবার জন্য উপলব্ধ হবে তা এখনও স্পষ্ট নয়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail ব‍্যবহার করেন? নতুন সুবিধা নিয়ে আসছে Google! জেনে নিন ঠিক কী সুবিধা পাবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল