এই সেটিং iOS এবং Android উভয় অ্যাপেই পাওয়া যাবে। এটা ডিফল্ট হিসেবে চালু করা হবে। কিন্তু কোনও ব্যবহারকারী চাইলে তা ইচ্ছে মতো চালু বা বন্ধ করতে পারে। Facebook ব্যবহারকারীরা একটি ইন-অ্যাপ পপ-আপ পাচ্ছেন, যা এই বিশেষ ফিচার সম্পর্কে অবহিত করবে। সেখানেই সেটিং-টি টগল করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
আরও পড়ুনPhone Hacking Awareness: ফোনে এই কাজ করছেন? সব টাকা সাফ হবে, জানুন উপায়
advertisement
Facebook সাপোর্ট পেজ-এ বলা হয়েছে, Link History মোবাইল অ্যাপে চালু হচ্ছে। ধীরে ধীরে সারা বিশ্বে এটি চালু করা হচ্ছে। ব্যবহারকারী Facebook মোবাইল ব্রাউজারে ভিজিট করা ওয়েবসাইটগুলির তালিকা সংরক্ষণ করে।
তবে Facebook এটাও জানিয়েছেন, এই সেটিং-টি মেসেঞ্জারে চ্যাটে দেখা লিঙ্কগুলিকে যুক্ত করবে না। পেজ-এ বলা হয়েছে, ‘আপনি যেকোনও সময় Link History চালু করতে বা বন্ধ করতে পারেন। যখন এটি চালু থাকে, তখন Facebook-এর ভিতরে ট্যাপ করা যেকোনও লিঙ্ক ৩০ দিনের জন্য সংরক্ষণ করা হবে।’
অনেকেই Facebook অ্যাপ-এ পপ-আপ পেতে শুরু করেছেন। ইন-অ্যাপ প্রম্পটে লেখা আছে ‘Never lose a link again’।
আরও পড়ুন Cheap Chop: সস্তার মোচার চপে কামড় দিয়েই মন ভরছে সকলের, দামও জাস্ট ৫টাকা!
তবে এক্ষেত্রে গোপনীয়তা নিয়ে উদ্বেগও তৈরি হচ্ছে। Link History টগল-টি ব্যবহারকারীর সমস্ত পদক্ষেপের দিকে নজর রাখবে। সেই ভাবেই আরও বিজ্ঞাপন পাঠানো হবে। Facebook স্পষ্টই জানিয়েছে, এই তথ্য ব্যবহার করা হতে পারে৷
তবে যেকোনও সময় এই Link History সেটিংস বন্ধ করে দেওয়া যেতে পারে। কীভাবে করা যাবে, দেখে নেওয়া যাক—
প্রথমেই Facebook-এ যেকোনও লিঙ্ক খুলতে হবে। তারপরে, নিচের ডানদিকে তিন-বিন্দু মেনুতে আলতো চেপে Browser settings বেছে নিতে হবে।
একবার এই সেটিংস বন্ধ করে দিলে অবিলম্বে সমস্ত Link History মুছে যাবে। তবে সম্পূর্ণ রূপে তা মুছে যেতে ৯০ দিন সময় লাগতে পারে।
Instagram-এ এই ফিচার ইতিমধ্যেই রয়েছে। গত মাসেই, Facebook দাবি করেছিল, মেসেঞ্জার অ্যাপে সমস্ত চ্যাট এবং কল ডিফল্ট ভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন করা হবে।