TRENDING:

Chhota Bheem on JioGames : এ বার গরমের ছুটির মজা হবে দ্বিগুণ, ‘ছোটা ভীম’কে স্বাগত জানাল জিওগেমস!

Last Updated:

Chhota Bheem on JioGames : এ বার ছোটা ভীমের জীবনের সেই অ্যাডভেঞ্চারগুলোই গেমের আকারে আসতে চলেছে জিওগেমস-এর প্ল্যাটফর্মে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গরমের ছুটি পড়তে শুরু করে দিয়েছে বিভিন্ন স্কুলে। আর ছুটির মজা কয়েক গুণ বাড়িয়ে দিতে ছোটা ভীম (Chhota Bheem)-কে নিজেদের ঘরে স্বাগত জানাল জিওগেমস (JioGames)! এদিকে আবার চলতি মাসই ছোটা ভীমের জন্মমাসও বটে! তাই গ্রিন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেড (Green Gold Animation Pvt. Ltd.)-এর সঙ্গে জোট বেঁধে ছোটা ভীমকে জায়গা দেওয়ার দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে জিওগেমস।
ছোটা ভীম সকলেরই খুব প্রিয় একটি অ্যানিমেটেড চরিত্র
ছোটা ভীম সকলেরই খুব প্রিয় একটি অ্যানিমেটেড চরিত্র
advertisement

ছোটা ভীম সকলেরই খুব প্রিয় একটি অ্যানিমেটেড চরিত্র। ধুতি পরা সেই ছোট্ট ছেলেটা আর তার সোনায় মোড়া মন- এভাবেই যেন ভারতীয়দের ঘরের ছেলে হয়ে উঠেছে ছোটা ভীম। কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে সে, খুঁজে বেড়ায় সারা বিশ্বের রহস্য-রোমাঞ্চ। এই অ্যাডভেঞ্চারের প্রতিটা মুহূর্ত আনন্দের সঙ্গে উপভোগ করার পাশাপাশি মানুষের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দেয় সে। ছোটা ভীম এভাবেই বহু বছর ধরে তার ভক্তদের মনে রাজত্ব করে চলেছে। শুধু তা-ই নয়, দীর্ঘতম এই শো-এর মাধ্যমে ছোটা ভীম যেন আমাদের দেশের প্রতিটি শিশুর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।

advertisement

আরও পড়ুন : হার্ট ভাল রেখে দীর্ঘায়ু হতে চান? গেঁজিয়ে তোলা খাবার বেশি করে খান

এবার ছোটা ভীমের জীবনের সেই অ্যাডভেঞ্চারগুলোই গেমের আকারে আসতে চলেছে জিওগেমস-এর প্ল্যাটফর্মে। শিশু এবং যাঁরা গেম খেলতে পছন্দ করেন, তাঁদের এটা দারুণ লাগবে বলে আশাবাদী জিওগেমস। ইতিমধ্যেই ভীমের টিমের তরফ থেকে ভীমের সব রকম অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকার জন্য সমস্ত ভক্তদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কোথায় কীভাবে মিলবে এই গেম? সূত্রের খবর, অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং জিও সেট-টপ বক্সে (Jio set-top box) থাকা জিওগেমস অ্যাপের মাধ্যমেই ছোটা ভীম গেম খেলা যাবে।

advertisement

আরও পড়ুন : নরম বিছানা নাকি শক্ত মেঝে? রাতে কোথায় ঘুমনো শরীরের জন্য উপকারী?

আরও পড়ুন : এক বিশেষ কারণে এই বিরিয়ানির নাম ‘ইয়াখনি’! চলুন রকমারি বিরিয়ানির অন্দরমহলে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিওগেমস-এর সঙ্গে জোট বেঁধে কাজ করতে গিয়ে যারপরনাই উচ্ছ্বসিত গ্রিন গোল্ড অ্যানিমেশন। সংস্থার চিফ স্ট্র্যাটেজি অফিসার শ্রীনিবাস চিলাকালাপুড়ি জানিয়েছেন, “জিও-র সঙ্গে কাজ করতে পেরে এবং জিওগেমস-এর সঙ্গে থাকতে পেরে আমরা ভীষণই উচ্ছ্বসিত। আর জিওগেমস তো সমস্ত ডিভাইসেই উপস্থিত। শুধু তা-ই নয়, বাচ্চাদের জন্যও এটা দারুণ একটা প্ল্যাটফর্ম। যার মধ্যে রয়েছে ভারতের সবথেকে প্রিয় শো ছোটা ভীম-ও। ফলে ছোটা ভীমের ভক্তরা এবার নিজেদের প্রিয় অ্যানিমেটেড চরিত্রকে আরও কাছ থেকে পাবে।”

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chhota Bheem on JioGames : এ বার গরমের ছুটির মজা হবে দ্বিগুণ, ‘ছোটা ভীম’কে স্বাগত জানাল জিওগেমস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল