TRENDING:

মোবাইল চার্জ করতে আর বিদ্যুৎ লাগবে না! এই চার্জার একবার ব্যবহার করে দেখুন

Last Updated:

বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জার! বিনামূল্যে মোবাইল চার্জ হয়ে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করতে চাইছে সারা বিশ্ব। কিন্তু ভারতে আজও সেই ভাবে কাজ এগোয়নি। এদিকে বিদ্যুৎহীন হয়ে রয়েছে এদেশের বহু গ্রামীণ এলাকা। আবার এমন কিছু এলাকা রয়েছে যেখানে বিদ্যুতের সমস্যাও খুব বেশি।
advertisement

আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজে অনেক সময়ই মোবাইল ফোন চার্জ করার সমস্যায় ভোগে মানুষ। অনেক সময়ই কাজের সূত্রে বহু জায়গায় ঘুরতে হয়, তখন সব থেকে সমস্যা তৈরি করে মোবাইলের চার্জার।

আরও পড়ুন- কেমন হবে Google-এর নতুন কৃত্রিম মস্তিষ্ক! দেখে নিন কী বলছেন সুন্দর পিচাই

এই সব সমস্যা থেকে মুক্তির উপায় হল সোলার মোবাইল চার্জার। এর সাহায্যে সূর্যালোকের শক্তিতেই চার্জ করে নেওয়া যাবে মোবাইলের ব্যাটারি। সব থেকে বড় কথা হল, এই চার্জারগুলি বৈদ্যুতীন চার্জারের তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যের হয়ে থাকে।

advertisement

যাঁরা কাজের সূত্রে এক জায়গা থেকে অন্যত্র ঘুরে বেড়ান, তাঁদের জন্য এটি একেবারে আদর্শ।

ভ্রমণের সময় দেখা যায়, এমন অনেক জায়গায় আমাদের যেতে হয় যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে। আবার সর্বত্র যে চার্জারের জন্য সকেট পাওয়া যাবে তা নাও হতে পারে।

এই পরিস্থিতিতে, সোলার চার্জার যে কোনও জরুরি কিটের অপরিহার্য অংশ হয়ে উঠতে পারে। এগুলো বহন করা খুবই সহজ। এটি সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়।

advertisement

সোলার মোবাইল চার্জারের সাহায্যে বিনামূল্যে নিজের মোবাইল চার্জ করে নেওয়া যেতে পারে। এজন্য বিদ্যুৎ সংযোগেরও কোনও প্রয়োজন হবে না, জেনারেটর বা ইনভার্টারেরও প্রয়োজন হবে না। ফলে বিদ্যুৎ সাশ্রয়ও করা সম্ভব হবে অনেকাংশ।

আরও পড়ুন- এবার গ্রুপে পিন করে রাখা যাবে গুরুত্বপূর্ণ বার্তা! নতুন ফিচার আসবে Whatsapp-এ

সোলার চার্জার কী?

advertisement

সোলার চার্জার সৌর শক্তিতে চলে। কারও বাড়িতে বিদ্যুৎ না থাকলে বা ভোল্টেজ কম থাকলে, তিনি অনায়াসে সোলার চার্জারের সাহায্যে নিজের মোবাইলটি চার্জ করতে পারেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

কিন্তু কী ভাবে কাজ করবে এই সোলার চার্জার? মোবাইলে সংযোগই বা হবে কী করে?

এসব প্রশ্নের উত্তর খুবই সোজা। সোলার চার্জার দিয়ে মোবাইল চার্জ করার জন্য, নিজের বারান্দায় বা বাড়ির বাইরে যে কোনও খোলা জায়গায় সোলার চার্জার রাখতে হবে।

advertisement

দিনের বেলা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এটি মোবাইল ফোন চার্জ করা শুরু করবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মোবাইল চার্জ করতে আর বিদ্যুৎ লাগবে না! এই চার্জার একবার ব্যবহার করে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল