এবার গ্রুপে পিন করে রাখা যাবে গুরুত্বপূর্ণ বার্তা! নতুন ফিচার আসবে Whatsapp-এ
- Published by:Anulekha Kar
- trending desk
Last Updated:
একটি নতুন ফিটার রোল আউট করার পরিকল্পনা করছে Whatsapp, যা ব্যবহারকারীদের চ্যাট এবং গ্রুপের মধ্যে কোনও মেসেজকে ‘পিন’ করে রাখার অনুমতি দেবে।
নয়াদিল্লি: ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম Whatsapp গত বছর থেকেই নানা ধরনের ফিচার বদলাচ্ছে। গ্রাহক সুবিধার কথা মাথায় রেখে এবং নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে নানা ধরনের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে Meta-অধীনস্থ সংস্থাটি।
২০২৩ সালেও তারা একাধিক নতুন ফিচার আনতে চলেছে বলে জানা গিয়েছে, এ জন্য কাজও চলছে। জানা গিয়েছে আরও একটি নতুন ফিটার রোল আউট করার পরিকল্পনা করছে Whatsapp, যা ব্যবহারকারীদের চ্যাট এবং গ্রুপের মধ্যে কোনও মেসেজকে ‘পিন’ করে রাখার অনুমতি দেবে।
advertisement
advertisement
WABetaInfo-এর রিপোর্টে বলা হয়েছে, এই ফিচারটির সাহায্যে অনেক কথোপকথনে মাঝখানে গুরুত্বপূর্ণ বার্তাগুলি খুঁজে পাওয়া সহজ হবে। ‘প্লে স্টোর’-এ অ্যান্ড্রয়েড ২.২৩.৩.১৭ আপডেটের জন্য Whatsapp Beta-কে ধন্যবাদও জানিয়েছে সংস্থাটি।
এই ফিচারটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যবহারকারীদের চ্যাটের একেবারে উপরে গুরুত্বপূর্ণ মেসেজগুলিকে পিন করে রাখার অনুমতি দেবে। তবে গ্রাহক যদি পুরনো সংস্করণের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তাহলে অ্যাপটি স্টোর থেকে সর্বশেষ সংস্করণে আপগ্রেড করে নিতে হবে।
advertisement
মনে করা হচ্ছে, পিন করা মেসেজগুলি ব্যবহারকারীদের সহজে গুরুত্বপূর্ণ মেসেজগুলি দেখতে দেবে। অনেকগুলি মেসেজ আসে এমন গ্রুপেরও উন্নত করবে এই ফিচার৷
প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাট এবং গ্রুপের মধ্যে মেসেজ পিন করার এই ফিচারটি নিয়ে অবশ্য এখনও কাজ চলছে। আসন্ন আপডেটের পর তা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
তবে শুধু এটুকুই নয়। Whatsapp আরও গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন অংশটি আর বড় করে প্রকাশ করার বিষয়েও কাজ করছে। যাতে গ্রুপগুলিকে আরও ভাল ভাবে বর্ণনা করা সহজ হয়৷ আইওএস আপডেটের জন্য সর্বশেষ Whatsapp Beta ইনস্টল করার পরে ফিচারটি সমস্ত গ্রাহক ব্যবহার করতে পারবেন। আগামী দিনে এটি আরও বেশি ব্যবহারকারীর কাছে রোল আউট হচ্ছে।
advertisement
WABetaInfo-র দেওয়া তথ্য অনুসারে, এখন একটি গ্রুপের ডেসক্রিপশন আরও বড় করে দেওয়া যাবে কারণ, সেখানে ২০৪৮টি অক্ষর লেখা যাবে। এতদিন পর্যন্ত মাত্র ৫১২ টি অক্ষরেই তা সীমাবদ্ধ ছিল।
আইফোন ব্যবহারকারীদের জন্য, Whatsapp আইওএস-এ গ্রুপ সাবজেক্ট-এর জন্যও পরিবর্তন আসছে। এখনও এই অংশে মাত্র ১০০ টি অক্ষর পর্যন্ত লেখা যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 9:58 PM IST