কেমন হবে Google-এর নতুন কৃত্রিম মস্তিষ্ক! দেখে নিন কী বলছেন সুন্দর পিচাই

Last Updated:

Google-এর সিইও সুন্দর পিচাই একটি ব্লগপোস্টে লিখেছেন, Bard চায় আমাদের বিশাল ভাষা মডেলের শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানকে একত্রিত করতে।

নয়াদিল্লি: Google চালু করে দিয়েছে তার পরীক্ষামূলক ‘এআই চ্যাটবট’ Bard। মাইক্রোসফটের জনপ্রিয় ‘ChatGPT’-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতেই এটি চালু করেছে সংস্থাটি। ChatGPT একটি শক্তিশালী এআই টুল, যা সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। Google তারই পাল্টা হিসেবে নিয়ে এসেছে Bard-কে, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এক নজরে দেখে নেওয়া যাক Bard-এর কী কী গুণ রয়েছে।
১. Google-এর সিইও সুন্দর পিচাই একটি ব্লগপোস্টে লিখেছেন, Bard চায় আমাদের বিশাল ভাষা মডেলের শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানকে একত্রিত করতে।
২. Google Bard-এর ভিত্তি হল LaMDA। এটি ডায়ালগ অ্যাপ্লিকেশন সিস্টেমের ভাষা মডেল ফর্ম। বহু বছর ধরে এটি নিয়ে কাজ চলছে।
advertisement
advertisement
৩. Bard নতুন এবং উচ্চ মানের প্রতিক্রিয়া প্রদান করতে ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে। ফলে এই AI টুলটি ‘আপ টু ডেট রেসপন্স’ জেনারেট করতে পারে। যা ChatGPT এখনও পারে না।
৪. Google-এর এই নতুন পরিষেবা আরও অনেক কিছু করতে সক্ষম হবে। সংস্থার দাবি, এটি নিজেই একটি পার্টির পরিকল্পনা করার জন্য টিপস দিতে পারবে, ফ্রিজে থাকা খাবারের উপর ভিত্তি করে একটি পদ তৈরি করার পরামর্শও সে দিতে পারে।
advertisement
৫. Google-এর এই নতুন চ্যাটবট জটিল বিষয়গুলি সহজে ব্যাখ্যা করতেও পারবে। মহাকাশের আবিষ্কারকে এমন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে যা, শিশুরাও তা বুঝতে পারে।
৬. সিইও সুন্দর পিচাই লিখেছেন, Bard সৃজনশীলতার একটি আউটলেট এবং কৌতূহলের জন্য একটি লঞ্চপ্যাড হতে পারে।
advertisement
৭. তিনি বলেছেন যে Bard আগামী সপ্তাহে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। Google এটি আরও উন্নত করার চেষ্টা করছে। এই পরিষেবাটি এখনও শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে পরীক্ষা করে দেখা হচ্ছে।
৮. পিচাই জানিয়েছেন, Bard প্রাথমিক ভাবে একটি নির্বাচিত গোষ্ঠী একচেটিয়াভাবে পাবেন৷ পরে এটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
advertisement
৯. যেহেতু নতুন এই পরিষেবাটি এখনও সর্বজনীন করা হয়নি। তাই সাধারণ ব্যবহারকারীরা এখনই এর জন্য সাইন আপ করতে পারবেন না। Google এটিকে সর্বজনীন করার আগে ভাল ভাবে মানুষের প্রতিক্রিয়া নিতে চায়।
১০. মনে করা হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই মাইক্রোসফট তার নিজস্ব সার্চ ইঞ্জিন Bing-এ একীকরণ করতে চলেছে ChatGPT। তার আগেই Google এই নতুন AI টুলটির কথা ঘোষণা করে ফেলেছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কেমন হবে Google-এর নতুন কৃত্রিম মস্তিষ্ক! দেখে নিন কী বলছেন সুন্দর পিচাই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement