TRENDING:

Apple iPad Beginners Guide: বদলে যাবে অভিজ্ঞতা, এক নজরে দেখে নিন আইপ্যাড ব্যবহার করার ৭ দারুণ উপায়

Last Updated:

Apple iPad Beginners Guide: আইপ্যাড (iPad) ব্যবহার করার আগে জেনে নিতে হবে নির্দিষ্ট ৭টি উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যারা প্রথম ব্যবহার করতে চলেছেন অ্যাপলের (Apple) ডিভাইস তাদের প্রথমেই জেনে নেওয়া দরকার নির্দিষ্ট কয়েকটি উপায়। আইপ্যাড (iPad) ব্যবহার করার আগে জেনে নিতে হবে নির্দিষ্ট ৭টি উপায়। এই উপায় জানা থাকলে খুব সহজেই ব্যবহার করা যাবে আইপ্যাড।
photo source collected
photo source collected
advertisement

আইপ্যাড বেসিক -

প্রথমেই তৈরি করতে হবে নিজেদের অ্যাপল আইডি। কিন্তু আগে থেকেই কেউ যদি আইফোন ব্যবহার করে থাকে এবং তার যদি একটি অ্যাপল আইডি তৈরি করা থাকে তাহলে আইপ্যাডের সঙ্গে সেই ডেটা শেয়ার করা যাবে। আইপ্যাড ব্যবহার করা যাবে নির্দিষ্ট কয়েকটি উপায়ে। এক্ষেত্রে ইউজারদের মাথায় রাখতে হবে শুধু ট্যাপ, টাচ, হোল্ড, সোয়াইপ, স্ক্রল এবং জুম।

advertisement

মাল্টিটাস্কিং আইপ্যাড -

আইপ্যাডের সাহায্যে মাল্টিটাস্কিং করার উপায় -

- প্রথমেই খুলতে হবে অ্যাপ

- এর পর ক্লিক করতে হবে মাল্টিটাস্কিং বাটনে। যা স্ক্রিনের ওপরে তিনটি ডট আকারে রয়েছে।

- এরপর স্প্লিট ভিউ বাটনে ক্লিক করতে হবে অথবা স্লাইড ওভার বাটনে ক্লিক করতে হবে। এরপর সেটি হোম স্ক্রিনে দেখা যাবে।

advertisement

- এরপর হোম স্ক্রনের দ্বিতীয় অ্যাপে ক্লিক করতে হবে।

অপ্টিমাইজিং মাইক্রোসফট অ্যাপ -

অ্যাইপ্যাডে মাইক্রোসফট (Microsoft) অ্যাপ চালানো যাবে নির্দিষ্ট কয়েকটি উপায়ের মাধ্যমে। এর মাধ্যমে নিজেদের আইপ্যাডে বিভিন্ন ধরনের টুল ব্যবহার করা যাবে। যা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ তৈরি, কনভার্ট ডকুমেন্ট, সাইনিং ডকুমেন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করবে আইপ্যাড ইউজারদের।

advertisement

অর্গানাইজ উইজেট অ্যান্ড অ্যাপ লাইব্রেরি -

আইপ্যাড ব্যবহারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হল উইজেট এবং অ্যাপ লাইব্রেরি। এর মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের আপডেট খুব সহজেই পেয়ে যাবে। হোম স্ক্রিনে এই উইজেট অপশন এবং অ্যাপ লাইব্রেরি রেখে দিলে ইউজাররা খুব সহজেই এর ব্যবহার করতে পারবে।

কমিউনিকেট উইথ ট্রান্সলেট -

আইপ্যাডে এখন রয়েছে ট্রান্সলেট অ্যাপ। এর মাধ্যমে আইপ্যাডের ইউজাররা কমিউনিকেট করে সেটি খুব সহজেই ট্রান্সলেট করতে পারবে। বিভিন্ন অপশনের মাধ্যমে আইপ্যাডের ইউজাররা ব্যবহার করতে পারবে এই ট্রান্সলেট অ্যাপ।

advertisement

 আরও পড়ুন: সোহাগ রাতে সোলাঙ্কিকে জড়িয়ে ধরলেন গৌরব ! 'গাঁটছড়া'য় এবার শুধুই প্রেম !

লাইভ টেক্সট ফিচার -

আইপ্যাডের একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার হল লাইভ টেক্সট ফিচার। এর মাধ্যমে ইউজাররা খুব সহজেই জানতে পারবে কোনও ইমেজ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য। এই ফিচার আইপ্যাডের ইউজাররা ব্যবহার করতে পারবে ৭টি ভাষায়- ইংরাজি, চাইনিজ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, পর্তুগিজ এবং স্প্যানিশ।

আরও পড়ুন: 'নগ্ন নাকি?', 'পাজামা কেনার টাকা নেই?' শ্রাবন্তীর হট ছবি দেখেই সমালোচনা নেট দুনিয়ায়...

অ্যাপল পেনসিল -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আইপ্যাডের ইউজাররা ব্যবহার করতে পারবে অ্যাপল পেনসিল। এর মাধ্যমে আইপ্যাডের ইউজাররা বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই করতে পারবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Apple iPad Beginners Guide: বদলে যাবে অভিজ্ঞতা, এক নজরে দেখে নিন আইপ্যাড ব্যবহার করার ৭ দারুণ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল