Apple-এর Festive Season Sale-এ iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max কিনলে মিলবে ৬,০০০ টাকা ছাড়। iPhone 15 এবং iPhone 15 Plus- এ ৫,০০০ টাকা ছাড়। এছাড়াও iPhone 14-এ ৪,০০০ টাকা, iPhone 13-এ ৩,০০০ টাকা এবং iPhone SE (২০২২) মডেলে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: WhatsApp-এ বড় বদল! এবার ইচ্ছাপূরণ আপনারও, পাবেন বিরাট সুবিধা, জানুন নতুন ফিচার!
advertisement
তবে Apple-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, এই ছাড় পাওয়া যাবে শুধুমাত্র HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলেই। উপযুক্ত iPhone এক্সচেঞ্জ করতে চাইলে মিলতে পারে ৬৭,৮০০ টাকা পর্যন্ত ছাড়।
ভারতে Apple-এর দু’টি স্টোর রয়েছে, সেখান থেকে এই কেনাকাটা সারা যেতে পারে। অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং Apple স্টোর অ্যাপের মাধ্যমে কেনা যায়।
দেখে নেওয়া যাক কেমন অফার রয়েছে—
Apple M2 চিপ-সহ ১৩-ইঞ্চি এবং ১৫-ইঞ্চি MacBook Air মডেলের পাশাপাশি Mac Studio এবং ১৩-ইঞ্চি MacBook Pro মডেলগুলিতে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে। M1 চিপ-সহ MacBook Air-এ পাওয়া যাবে ৮,০০০টাকা ছাড়, ২৪-ইঞ্চি iMac-এ এবং Mac mini-তে ৫,০০০টাকা করে ছাড়।
১১-ইঞ্চি এবং ১২.৯-ইঞ্চি iPad Pro মডেল এবং iPad Air মডেলে ৫০০০ টাকা ছাড় পাওয়া যাবে। iPad (নবম প্রজন্ম) এবং iPad (দশম প্রজন্ম)-এ ৩,০০০ ও ৪,০০০ টাকা ছাড় মিলতে পারে। iPad mini-তে মিলবে ৩,০০০ টাকা ছাড়।
Apple Watch Alra 2-তে পাওয়া যাবে ৫,০০০ টাকা ছাড়। Apple Watch 9 এবং দ্বিতীয় প্রজন্মের Apple Watch SE-তে মিলবে যথাক্রমে ৪,০০০ ও ২,০০০ টাকা ছাড়।
এই বিশেষ ছাড়ের প্রচার করার জন্য Apple আয়োজন করেছে ‘লাইট আপ মুম্বই’-এর। ১৯ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই প্রচার অনুষ্ঠান চলবে। প্রথম অনুষ্ঠানটি হবে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের Apple স্টোরে র্যাপার কিং-এ, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায়।