এক নজরে দেখে নেওয়া যাক পুরুষের শীতবস্ত্রে কেমন ছাড় দিচ্ছে Amazon—
US POLO ASSN—
পুরুষদের আধুনিক উলের সোয়েটারে ব্যাপক ছাড় মিলতে পারে। শীতকালীন পোশাকের এই ট্রেন্ডি পোশাক সূক্ষ্ম উল দিয়ে তৈরি। পোলো নেক এবং ফুল হাতা সোয়েটারে প্রায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে Amazon। ফলে ৩,২৯৯ টাকার সোয়েটার পাওয়া যাবে মাত্র ১,৬৫০ টাকায়।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
Amazon Brand-Arthur Harvey Men Pullover Sweater—
এই সোয়েটারটি দেখতে খুব স্টাইলিশ এবং স্মার্ট। গ্রাহকরা এটি তিনটি রঙে পাবেন- রেজ মেলাঞ্জ, ইঙ্ক ব্লু এবং মাস্টার্ড। এটি ১০০ শতাংশ অ্যাক্রেলিক থেকে তৈরি। এতে প্রায় ৭১ শতাংশ ছাড় পেতে পারেন গ্রাহকরা। ফলে ২,০৯৯ টাকার সোয়েটার পাওয়া যাবে মাত্র ৫৯৯ টাকায়।
Alan Jones Clothing Men’s Acrylic Round Neck Sweater—
দারুন চাকচিক্য-সহ এই সোয়েটারটিও মিলবে ভারী ছাড়ে। গোল গলা, ফুল হাতা এই সোয়েটার যে কোনও আনুষ্ঠানে যেমন পরা যায়, তেমনই পরা যেতে পারে প্রতিদিনের পোশাক হিসাবেও পরা যেতে পারে। এটি বেশ কয়েকটি রঙে পাওয়া যেতে পারে, তবে সবই একরঙা। ১০০ শতাংশ অ্যাক্রেলিক ফ্যাব্রিকে তৈরি এই শীতবস্ত্র যেমন হালকা তেমনই গরম। এতে গ্রাহকরা পাচ্ছেন ৫৪ শতাংশ ছাড়। ফলে ১,৪৯৯ টাকার সোয়েটার কেনা যেতে পারে মাত্র ৬৯৪ টাকায়।
Amazon Brand-Symbol Men’s Acrylic LS Placement Argyle Pattern Pullover Sweater—
নানা রঙের বৈচিত্র্য চাইলে অনায়াসে বেছে নেওয়া যেতে পারে এই সোয়েটারটি। খুব সুন্দর ডিজাইনে পাওয়া যেতে পারে, তিনটি ভিন্ন রঙের সমন্বয়ে। ফুল হাতা, ভি গলা সোয়েটারটি ১০০ শতাংশ অ্যাক্রেলিক উপাদানে তৈরি। গ্রাহকরা পাচ্ছেন ৬৮ শতাংশ ছাড়। অর্থাৎ ২,১৯৯ টাকার সোয়েটারটি পাওয়া যাবে মাত্র ৬৬৯ টাকায়।