এক সাক্ষাৎকারে মহম্মদ কাইফ জানিয়েছেন,”গিল একজন পারফেক্ট ব্যাটার। অনেকটা সচিন তেন্ডুলকরের মত। শুভমন গিলের ব্যাটিং কৌশল ও সচিনের মধ্যে অনেক মিল রয়েছে। এই সময় ওকে আউট করা সত্যি খুব কঠিন বিষয়। আমি মনে করি ওর খেলায় কোন দুর্বলতা নেই। বোলাররা এখনও কোনও গিলের দুর্বলতা খুঁজে পাইনি। সচিনেরও যেমনটা ছিল। বিরাট কিংবদন্তী হলেও ওর মধ্যে দুর্বলতা রয়েছে। যা ওকে একাধিকবার সমস্যায় ফেলেছে। ২০১৪ সালে ও যখন ইংল্যান্ডে যায, সেই সময় পুরোপুরি ব্যর্থ হয়। জেমস অ্যান্ডারসন ওকে খুব সমস্যায় ফেলে। অফ স্টাম্পের বাইরের বলে বারবার খোঁচা দিয়ে আউট হয়েছিল বিরাট। গিল পেস ও স্পিন দুটোই খুব ভাল খেলেন। ভাবিষ্যতের মহাতারকা।”
advertisement
আরও পড়ুনঃ WTC Final 2023, IND vs AUS: কেন সূর্যকুমার যাদবের নাম স্কাই, কে দিয়েছিল এই নাম, জানলে অবাক হবেন
প্রসঙ্গত, আগামি ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। মেগা ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ভারতীয় দলের ওপেনে বড় ভরসা শুভমান গিল। সাদা বলের পর এবার লাল বলের ক্রিকেটেও নিজের দুরন্ত ফর্ম ধরে রেখে বড় রান করতে মুখিয়ে রয়েছেন শুভমান গিল। তরুণ তারকা ব্যাটে অজি শাসন দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমি ও গিলের ফ্যানেরা।