TRENDING:

Wrestler Protest: মেরিকমের কমিটির সামনে যৌন শোষণের অভিযোগ, কোনও হয়নি লাভ

Last Updated:

ফেব্রুয়ারিতে, সরকারের তৈরি করা তদারকি কমিটির সামনে কুস্তিগীররা ব্রিজভূষণ শরণের সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের চার্টশিটে গুরুতর অভিযোগ উঠেছে। ফলে তদন্তের জেরে ক্রমশ চাপ বাড়তে চলেছে। এর আগে ফেব্রুয়ারিতে, সরকারের তৈরি করা তদারকি কমিটির সামনে কুস্তিগীররা ব্রিজভূষণ শরণের সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও করেছিলেন।
advertisement

কিন্তু গত এপ্রিলে ক্রীড়ামন্ত্রক নিজেদের জমা দেওয়া প্রতিবেদনে বিষয়টি তোলে৷ এছাড়াও, পুলিশি পদক্ষেপের বিষয়ে কোন সুপারিশ ছিল না। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, এই বিষয়গুলির ভিত্তিতে, পুলিশ এখন ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো), ৩৫৪ (একজন মহিলার শালীনতা অবমাননা), ৩৫৪এ (যৌন হয়রানি) এবং ৩৫৪ডি সহ একাধিক ধারায় মামলা করেছে।

আরও পড়ুন –  Weather Alert: প্রবল বৃষ্টিতে তছনছ, একের পর এক ব্রিজ ভাসল, তবুও বিয়াস নদীর পাড়ে জেগে ‘এই’ শিব মন্দির

advertisement

কুস্তিগীরদের প্রতিবাদের পর, জানুয়ারিতে মেরি কমের নেতৃত্বে সরকার একটি ৬ সদস্যের কমিটি গঠন করছে৷  ২৪ এপ্রিল, সরকার কমিটির প্রধান সুপারিশগুলির বিষয়ে তথ্য দেয়, যেখানে ফেডারেশনের অভ্যন্তরীণ ত্রুটিগুলির কথা বলা হয়েছিল, তবে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগে নীরবতা পালন করা হয়েছিল।

এর আগেও প্রায়  এক ডজন খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফ সরাসরি যৌন হয়রানির জন্য ব্রিজভূষণকে আক্রমণ করেছিলেন।

advertisement

কুস্তিগীররা আবার বিক্ষোভে ফিরে আসেন

কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া ২৩ এপ্রিল প্রতিবাদের জন্য যন্তর মন্তরে ফিরে আসেন যখন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং কমিটিকে প্রশ্ন করা হয়। প্রায় ২ মাস ধরে এই বিক্ষোভ চলে। গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেছিলেন। সে সময়ে  এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তদন্ত কমিটির রিপোর্টের তথ্যও দিল্লি পুলিশের চার্জশিটে দেওয়া হয়েছে। এই বিবৃতিতে একজন কুস্তিগীর অভিযোগ করেছিলেন যে ব্রিজভূষণ শরণ সিং তার পেট ও বুকে অশ্লীলভাবে একাধিকবার স্পর্শ করেছেন। প্রোটিন ও ফুড সাপ্লিমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে এই কাণ্ড করতেন তিনি । অভিযোগকারিণী নাবালিকা হওয়ার কারণে সে এ বিষয়ে কিছু বলার সাহস জোগাড় করতে পারেনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Wrestler Protest: মেরিকমের কমিটির সামনে যৌন শোষণের অভিযোগ, কোনও হয়নি লাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল