Weather Alert: প্রবল বৃষ্টিতে তছনছ, একের পর এক ব্রিজ ভাসল, তবুও বিয়াস নদীর পাড়ে জেগে ‘এই’ শিব মন্দির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Alert: কথিত কথা অনুসারে কিছু কিলোমিটার দূরেই বিয়াস নদীর কিনারায় জোগিন্দ্র নগরের লাঁগণা ক্ষেত্রে এই পঞ্চমুখী শিবমন্দির রয়েছে৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় লাগাতার পঞ্জবক্ত্র মন্দিরের ছবি শেয়ার করে লিখেছেন, সমস্ত আধুনিক নির্মান কার্য ধ্বংস হয়ে গেছে৷ কিন্তু এই বহু প্রাচীন মন্দির এখনও টিকে রয়েছে৷ উল্লেখ্য মান্ডিতে ভগবান মহাদেবের প্রসিদ্ধ পঞ্চবক্ত মন্দির৷ বিয়াসের পাড়েই মন্দির ৷ বর্ষাকালে অনেক সময়েই এই মন্দির জলমগ্ন হয়ে যায়৷ কিন্তু কখনই এই মন্দির পুরো ডুবে যায় না৷
advertisement
মহাদেবের পঞ্চবক্ত্র মন্দিরের শিবলিঙ্গ পাঁচমুখী৷ এই মন্দির স্থাপনা করেন মান্ডির অজবর সেন৷ মনমোহন রচিত বই ‘হিস্ট্রি অফ দ্য মন্ডি স্টেট’ বলা হয়েছে ১৭১৭ -তে যে বন্যা এসেছিল তাতে এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ এমনকি দেবতার মূর্তিও বয়ে গিয়েছিল৷ তারপর সিদ্ধ্র সেনের শাসনকালে (১৬৪৮-১৭২৭) মন্দিরের জীর্ণদ্বার করে নতুন প্রতিমা প্রতিষ্ঠিত হয়৷ কিন্তু পুরনো প্রতিমার কী হয়েছে কেউ জানে না৷
advertisement
কথিত কথা অনুসারে কিছু কিলোমিটার দূরেই বিয়াস নদীর কিনারায় জোগিন্দ্র নগরের লাঁগণা ক্ষেত্রে এই পঞ্চমুখী শিবমন্দির রয়েছে৷ স্থানীয় মানুষ বলেন এই প্রতিমা বিয়াসের কিনারায় ভেসে এসে একটি গাছে জড়িয়ে গিয়েছিল৷ স্থানীয় মানুষরা বলেন এই গল্প ১৫০ থেকে ২০০ বছরের পুরনো৷ এই বিষয়ের কোনও কোনও সরকারি কনফার্মেশন নেই৷
advertisement
advertisement
advertisement
advertisement