দুই বোনের পোস্টে একেবারে চরম দ্বন্দ্ব সামনে চলে আসছে৷ যা নিঃসন্দেহে কুস্তিগীরদের আন্দোলনকে অনেকটাই কালিমলিপ্ত করে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
আরও দেখুন
ববিতা ফোগাট তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘‘গতকাল যখন আমি আমার ছোট বোন এবং তাঁর স্বামীর ভিডিও দেখছিলাম তখন আমার খারাপ লাগছিল এবং হাসছিলাম৷ প্রথমে আমি এটা পরিষ্কার করে দিই যে ছোট বোনের দেখানো অনুমতিপত্রে কোনও প্রমাণ নেই। কোথাও আমার স্বাক্ষর বা আমার সম্মতির প্রমাণ নেই, দূর পর্যন্ত এতে আমার কিছু করার নেই। আমি প্রথম দিন থেকেই বলে আসছি দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখলে সত্য অবশ্যই বেরিয়ে আসবে।’’
advertisement
ভিডিও শেয়ার করেছিলেন সাক্ষী ও সত্যব্রত
শনিবার সোশ্যাল মিডিয়ায় সাক্ষী মালিক এবং সত্যব্রত কাদিয়ান যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে তাঁরা অভিযোগ করেছে যে বহু বছর ধরে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াতে কুস্তিগীরদের যৌন নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, গত ১০-১২ বছর ধরে ফেডারেশনে মহিলা কুস্তিগীরদের যৌন শোষণ চলছে, কেউ আওয়াজ তুললে তাদের কেরিয়ার শেষ করে দেওয়ার ভয় দেখানো হয়৷
আরও পড়ুন – এ কী বলে ফেললেন সৌরভ! ‘আইপিএল জেতা সহজ নয় বিরাট’- তোলপাড় করা কথার পিছনের সত্যি
‘তুমি এখন তোমার আসল উদ্দেশ্য বল’
ববিতা নিজের পোস্টে আরও লিখেছেন, ‘‘একজন মহিলা খেলোয়াড় হিসেবে দেশের সব খেলোয়াড়ের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব, কিন্তু প্রতিবাদের শুরু থেকেই এই জিনিসটার পক্ষে ছিলাম না। দিদি, আপনি বাদামের তৈরি রুটি খান, কিন্তু আমি এবং আমার দেশের মানুষও গমের তৈরি রুটি খাই, সবাই বোঝে। এখন সময় এসেছে যে আপনি আপনার আসল উদ্দেশ্য বলুন কারণ এখন জনগণ আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে।’’