এ কী বলে ফেললেন সৌরভ! ‘আইপিএল জেতা সহজ নয় বিরাট’- তোলপাড় করা কথার পিছনের সত্যি

Last Updated:
আইপিএল ২০০৮ থেকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবারও ফাইনাল জিততে পারেনি। ৩ বার ফাইনালে উঠেছেন এবং হেরেছেন। ২০০৯ সালে ডেকান চার্জার্স, ২০১১ সালে চেন্নাই সুপার কিংস এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালে হেরেছিল তারা৷
1/5
সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির সম্পর্ক মধুর নয় এরকম কথা আর কারোর অজানা নয়৷ এবারের আইপিএল ২০২৩-র সময়েও  দুজনের বিরোধিতা ফের একবার প্রকাশ্যে চলে আসে৷  কিছু দিন আগে, আইপিএল ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচের সময় সৌজন্যবশত হাত মেলানোর কাজও করেননি তাঁরা দুজনে৷  সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর কথাও হয়৷  পরের ম্যাচে করমর্দন করতে দেখা যায় তাঁদের৷
সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির সম্পর্ক মধুর নয় এরকম কথা আর কারোর অজানা নয়৷ এবারের আইপিএল ২০২৩-র সময়েও  দুজনের বিরোধিতা ফের একবার প্রকাশ্যে চলে আসে৷  কিছু দিন আগে, আইপিএল ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচের সময় সৌজন্যবশত হাত মেলানোর কাজও করেননি তাঁরা দুজনে৷  সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর কথাও হয়৷  পরের ম্যাচে করমর্দন করতে দেখা যায় তাঁদের৷
advertisement
2/5
এবার ফের এক নতুন বিতর্ক৷  এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক বিবৃতি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আইপিএল জেতা সহজ নয় বিরাট।’’ তবে এটিই অবশ্য পুরো কথা নয়৷ কথাটির ভুল ব্যাখ্যায় তোলপাড় সোশ্যাল মিডিয়া৷  চলুন জেনে নেই এর নেপথ্যের পুরো ঘটনা। আসলে, সৌরভ গঙ্গোপাধ্যায় বিক্রান্ত গুপ্তাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন৷
এবার ফের এক নতুন বিতর্ক৷  এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক বিবৃতি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আইপিএল জেতা সহজ নয় বিরাট।’’ তবে এটিই অবশ্য পুরো কথা নয়৷ কথাটির ভুল ব্যাখ্যায় তোলপাড় সোশ্যাল মিডিয়া৷  চলুন জেনে নেই এর নেপথ্যের পুরো ঘটনা। আসলে, সৌরভ গঙ্গোপাধ্যায় বিক্রান্ত গুপ্তাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন৷
advertisement
3/5
নিজের সাক্ষাৎকারে সৌরভ বলছিলেন, "রোহিত শর্মার উপর আমার পূর্ণ আস্থা আছে। রোহিত এবং মহেন্দ্র সিং ধোনি ৫ বার আইপিএল জিতেছেন। তাই আইপিএল জেতা এত সহজ নয় বিরাট... ওহ বিক্রান্ত।" সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই লাইনই তোলপাড় করে দিয়েছে। আসলে,  তিনি বিক্রান্তকে এই কথাটি বলতে চেয়েছিলেন। কিন্তু ভুল করেই মুখ থেকে সম্বোধনে প্রথমে বিরাট নামটি বেরিয়ে এসেছে৷
নিজের সাক্ষাৎকারে সৌরভ বলছিলেন, "রোহিত শর্মার উপর আমার পূর্ণ আস্থা আছে। রোহিত এবং মহেন্দ্র সিং ধোনি ৫ বার আইপিএল জিতেছেন। তাই আইপিএল জেতা এত সহজ নয় বিরাট... ওহ বিক্রান্ত।" সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই লাইনই তোলপাড় করে দিয়েছে। আসলে,  তিনি বিক্রান্তকে এই কথাটি বলতে চেয়েছিলেন। কিন্তু ভুল করেই মুখ থেকে সম্বোধনে প্রথমে বিরাট নামটি বেরিয়ে এসেছে৷
advertisement
4/5
২০২১ সাল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যের বিবাদ প্রকাশ্যে চলে আসে। এই সময়েই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন বিরাট কোহলি। তিনি জানিয়েছিলেন এই কাজ করার সময় তিনি কারও সঙ্গে কথা বলেননি। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন বিসিসিআই-এর সভাপতি ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বিরাটকে অধিনায়কত্ব ছাড়তে চাননি৷
২০২১ সাল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যের বিবাদ প্রকাশ্যে চলে আসে। এই সময়েই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন বিরাট কোহলি। তিনি জানিয়েছিলেন এই কাজ করার সময় তিনি কারও সঙ্গে কথা বলেননি। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন বিসিসিআই-এর সভাপতি ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বিরাটকে অধিনায়কত্ব ছাড়তে চাননি৷
advertisement
5/5
 আইপিএল ২০০৮ থেকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবারও ফাইনাল জিততে পারেনি। ৩ বার ফাইনালে উঠেছেন এবং হেরেছেন। ২০০৯ সালে ডেকান চার্জার্স, ২০১১ সালে চেন্নাই সুপার কিংস এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালে হেরেছিল তারা৷
 আইপিএল ২০০৮ থেকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবারও ফাইনাল জিততে পারেনি। ৩ বার ফাইনালে উঠেছেন এবং হেরেছেন। ২০০৯ সালে ডেকান চার্জার্স, ২০১১ সালে চেন্নাই সুপার কিংস এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালে হেরেছিল তারা৷
advertisement
advertisement
advertisement