TRENDING:

ফের ত্রাতা গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা, রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে প্লে অফে ইউপি

Last Updated:

গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা ম্যাচ উইনিং ইনিংস। রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে প্লে অফের টিকিট পাকা করে ফেলল ইউপি ওয়ারিয়র্স। একইসঙ্গে আরসিবির পর প্রতিযোগিতা থেকে বিদায় নিল গুজরাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা ম্যাচ উইনিং ইনিংস। রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে প্লে অফের টিকিট পাকা করে ফেলল ইউপি ওয়ারিয়র্স। একইসঙ্গে আরসিবির পর প্রতিযোগিতা থেকে বিদায় নিল গুজরাত। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে গুজরাট জায়ান্টস। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রাব করেন অ্যাশলে গার্ডনার। এছাড়া ৫৭ রান করেন দয়ালান হেমলতা। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইউপি। সর্বোচ্চ ৭২ রান করেন গ্রেস হ্যারিস। এছাড়া ৫৭ রান করেন তাহিল ম্যাকগ্রা।
advertisement

ইনিংসের শুরুটা ভালোই করেছিল দই গুজরাত জায়ান্টসের দুই ওপেনার সোফিয়া ডাঙ্কলে ও লওরা উলভার্ট। ঝড়ো ব্যাটিং করে ৪১ রানের পার্টনারশিপ করেন দুজনে। কিন্তু ৫০ রানের মধ্যে ৩ উইকেটে খুইয়ে বসে গুজরাত। সেখান থেক দলের ইনিংসের রাশ ধরেন দয়ালান হেমলতা ও অ্যাশলে গার্ডনার। মারকাটারি ব্যাটিং করেন দুই তারকা। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজন। নিজেক অর্ধশতরান পূরণ করার পর আউট হন দয়ালান হেমলতা। ১৪৩ রানে চতুর্থ উইকেট পড়ে। ৯৩ রানের পার্টনারশিপ করেন দুজন। ৩৩ বলে ৫৭ রান করে আউট হন দয়ালান হেমলতা।

advertisement

অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান অ্যাশলে গার্ডনার। ৩৯ বলে ৬০ রান করে আউট হন গার্ডনার। দুই সেট ব্যাটার সাজঘরে ফরেরা পর শেষ ২-৩ ওভারে খুব একটা বেশি রান করতে পারেনি গুজরাট জায়ান্টস। ৫ রান করে অশ্বনী কুমার। ৮ রান ও ১ রান করে অপরাজিত থাকেন সুষমা ভার্মা ও কিম গার্থ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে গুজরাত জায়ান্টস। ইউপি ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও পর্শভী চোপড়া।

advertisement

রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেতে হয ইউপি ওয়ারিয়র্সের। দেবিকা বৈদ্য, অ্যালিসা হেলি, কিরণ নভগির কেউই বড় রান করতে পারেননি। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইউপি। সেখান দলের হাল ধরেন ই ফর্ম দুই ব্যাটার তাহিলা ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস। উইকেট বাঁচানোর পাশাপাশি দ্রুত গতিতে রানও তোলেন দুই তারকা ব্যাটার। অর্ধশতরানের পাার্টনারশিপ করেন গ্রেস হ্যারিস ও তাহিলা ম্যাকগ্রা। প্রতিযোগিতায় আরও একটি ৫০ রান করেন ম্যাকগ্রা। ৭৮ রানের পার্টনারশিপ করার পর ভাঙে জুটি। ১১৭ রানে চতুর্থ উইকেট পড়ে ইউপির। ৫৭ রান করে আউট হন তাহিলা ম্যাকগ্রা।

advertisement

আরও পড়ুনঃ আইপিএলের আগে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে প্রথম অনুশীল, কেমন কাটল কেকেআরের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অপরদিক, থেকে নিজের ইনিংস চালিয়ে যান গ্রেস হ্যারিস। দীপ্তি শর্মা তাকে বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ রান করেন দীপ্তি। নিজের অর্ধশতরানও পূরণ করেন গ্রেস হ্যারিস। তাকে কিছুটা সঙ্গ দেন সোফি এক্লেস্টোন। দলকে জয়ের দোরগোরায় নিয়ে যা দুজন। ১৭২ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ৭২ রান করে আউট হন হ্যারিস। টানটান পরিস্থিতিতে ১ রান করে রান আউট হন সিমরান শেইখ। শেষে দলকে জয় এনে দেন সোফি এক্লেস্টোন। ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচে জিতে নেয় ইউপি ওয়ারিয়র্স।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফের ত্রাতা গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা, রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে প্লে অফে ইউপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল