ইনিংসের শুরুটা ভালোই করেছিল দই গুজরাত জায়ান্টসের দুই ওপেনার সোফিয়া ডাঙ্কলে ও লওরা উলভার্ট। ঝড়ো ব্যাটিং করে ৪১ রানের পার্টনারশিপ করেন দুজনে। কিন্তু ৫০ রানের মধ্যে ৩ উইকেটে খুইয়ে বসে গুজরাত। সেখান থেক দলের ইনিংসের রাশ ধরেন দয়ালান হেমলতা ও অ্যাশলে গার্ডনার। মারকাটারি ব্যাটিং করেন দুই তারকা। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজন। নিজেক অর্ধশতরান পূরণ করার পর আউট হন দয়ালান হেমলতা। ১৪৩ রানে চতুর্থ উইকেট পড়ে। ৯৩ রানের পার্টনারশিপ করেন দুজন। ৩৩ বলে ৫৭ রান করে আউট হন দয়ালান হেমলতা।
advertisement
অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান অ্যাশলে গার্ডনার। ৩৯ বলে ৬০ রান করে আউট হন গার্ডনার। দুই সেট ব্যাটার সাজঘরে ফরেরা পর শেষ ২-৩ ওভারে খুব একটা বেশি রান করতে পারেনি গুজরাট জায়ান্টস। ৫ রান করে অশ্বনী কুমার। ৮ রান ও ১ রান করে অপরাজিত থাকেন সুষমা ভার্মা ও কিম গার্থ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে গুজরাত জায়ান্টস। ইউপি ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও পর্শভী চোপড়া।
রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেতে হয ইউপি ওয়ারিয়র্সের। দেবিকা বৈদ্য, অ্যালিসা হেলি, কিরণ নভগির কেউই বড় রান করতে পারেননি। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইউপি। সেখান দলের হাল ধরেন ই ফর্ম দুই ব্যাটার তাহিলা ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস। উইকেট বাঁচানোর পাশাপাশি দ্রুত গতিতে রানও তোলেন দুই তারকা ব্যাটার। অর্ধশতরানের পাার্টনারশিপ করেন গ্রেস হ্যারিস ও তাহিলা ম্যাকগ্রা। প্রতিযোগিতায় আরও একটি ৫০ রান করেন ম্যাকগ্রা। ৭৮ রানের পার্টনারশিপ করার পর ভাঙে জুটি। ১১৭ রানে চতুর্থ উইকেট পড়ে ইউপির। ৫৭ রান করে আউট হন তাহিলা ম্যাকগ্রা।
আরও পড়ুনঃ আইপিএলের আগে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে প্রথম অনুশীল, কেমন কাটল কেকেআরের
অপরদিক, থেকে নিজের ইনিংস চালিয়ে যান গ্রেস হ্যারিস। দীপ্তি শর্মা তাকে বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ রান করেন দীপ্তি। নিজের অর্ধশতরানও পূরণ করেন গ্রেস হ্যারিস। তাকে কিছুটা সঙ্গ দেন সোফি এক্লেস্টোন। দলকে জয়ের দোরগোরায় নিয়ে যা দুজন। ১৭২ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ৭২ রান করে আউট হন হ্যারিস। টানটান পরিস্থিতিতে ১ রান করে রান আউট হন সিমরান শেইখ। শেষে দলকে জয় এনে দেন সোফি এক্লেস্টোন। ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচে জিতে নেয় ইউপি ওয়ারিয়র্স।