দিল্লি বনাম মুম্বইয়ের ফাইনালের আগে শুরু দুই অধিনায়কের মাইন্ড গেম। ঠান্ডা লড়াই বললেও খুব একটা ভুল হবে না। একে অপরের দলকে সমীহ করলেও প্রকারন্তরে হুঙ্কার দিতেও ছাড়লেন না হরমনপ্রীত কউর ও মেগ ল্যানি। প্রতিযোগিতার সেরা ওপেনিং জুটি দিল্লির মেগ ল্যানিং ও শেফালি বর্মা। এখনও পর্যন্ত ল্যানিং ৩১০ ও শেফালি ২৪১ রান করেছেন। মুম্বইয়ের বিরুদ্ধেও লিগ পর্বের ম্যাচে রান পেয়েছে দিল্লির ওপেনিং জুটি। তবে ফাইনালে দিল্লির ওপেনিং জুটির জন্য আলাদা পরিকল্পনা তৈরি বলে সাফ জানিয়েছেন হরমনপ্রীত কউর। আর সেউ পরিকল্পনা সফল হবে বলেও আশাবাদী মুম্বই অধিনায়ক। নিজের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে বলেও জানিয়েছেন মুম্বই অধিনায়ক।
advertisement
অপরদিকে, গোটা প্রতিযোগিতা হাসি মুখে যে দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছে দিল্লি ক্যাপিটালস ফাইনালটাও একইভাবে শেষ করতে চান মেগ ল্যানিং। দেশের দলের অধিনায়কত্ব করা ও বিশ্বজয়ের অভিজ্ঞতা বড় অস্ত্র রাজধানীর দলের। তবে প্রতিপক্ষকে সমীহ করে ল্যানিং বলেছেন,"মুম্বই খুবই বিপজ্জনক দল। ওদের দলে দারুণ সব ক্রিকেটার আছে। আমরা জানি, কাল একটা কঠিন পরীক্ষার মুখে পড়ব আমরা।" তবে তার দল যে আত্মবিশ্বাসী ও যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেই কথাও মনে করাতে ভোলেননি দিল্লি অধিনায়ক।
আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির 'চিঠি', কাকে লিখলেন 'মনের কথা'
প্রসঙ্গত, মুম্বই ব্রাবোন স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি, ভারসাম্য ও গভীরতা বিচার করলেও কাওকে এগিয়ে রাখা খুব কঠিন। মেগা ফাইনালে যেই দল টস জিতবে তাদেরই কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ফাইনালে তুল্যমূল্য লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।