TRENDING:

WPL 2023 Final: ফাইনালের আগে অধিনায়কদের মাইন্ড গেম ও ঠাণ্ডা লড়াই, কী বললেন ল্যানিং ও হরমনপ্রীত

Last Updated:

WPL 2023 Final: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে প্রস্তুত হরমনপ্রীত কউর ও মেগ ল্যানিংয়ের দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। মেগ ল্যানিংয়ের দলের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলেও ভাগ্যের বিড়ম্বনায় রান আউট হয়েছিলেন হরমনপ্রীত কউর। ম্যাচ হেরেছিল ভারত। এবার উইমেন্স প্রিমিয়ার লিগে দইয়ের স্বাদ ঘোলে মেটানোর মতন সুযোগ হরমনপ্রীত কউরের সামনে। মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম ডব্লুউপিএল জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ হরমনপ্রীত কউরের মুম্বই ইন্ডিয়ান্সের। তবে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ দিল্লি।
advertisement

দিল্লি বনাম মুম্বইয়ের ফাইনালের আগে শুরু দুই অধিনায়কের মাইন্ড গেম। ঠান্ডা লড়াই বললেও খুব একটা ভুল হবে না। একে অপরের দলকে সমীহ করলেও প্রকারন্তরে হুঙ্কার দিতেও ছাড়লেন না হরমনপ্রীত কউর ও মেগ ল্যানি। প্রতিযোগিতার সেরা ওপেনিং জুটি দিল্লির মেগ ল্যানিং ও শেফালি বর্মা। এখনও পর্যন্ত ল্যানিং ৩১০ ও শেফালি ২৪১ রান করেছেন। মুম্বইয়ের বিরুদ্ধেও লিগ পর্বের ম্যাচে রান পেয়েছে দিল্লির ওপেনিং জুটি। তবে ফাইনালে দিল্লির ওপেনিং জুটির জন্য আলাদা পরিকল্পনা তৈরি বলে সাফ জানিয়েছেন হরমনপ্রীত কউর। আর সেউ পরিকল্পনা সফল হবে বলেও আশাবাদী মুম্বই অধিনায়ক। নিজের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে বলেও জানিয়েছেন মুম্বই অধিনায়ক।

advertisement

অপরদিকে, গোটা প্রতিযোগিতা হাসি মুখে যে দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছে দিল্লি ক্যাপিটালস ফাইনালটাও একইভাবে শেষ করতে চান মেগ ল্যানিং। দেশের দলের অধিনায়কত্ব করা ও বিশ্বজয়ের অভিজ্ঞতা বড় অস্ত্র রাজধানীর দলের। তবে প্রতিপক্ষকে সমীহ করে ল্যানিং বলেছেন,"মুম্বই খুবই বিপজ্জনক দল। ওদের দলে দারুণ সব ক্রিকেটার আছে। আমরা জানি, কাল একটা কঠিন পরীক্ষার মুখে পড়ব আমরা।" তবে তার দল যে আত্মবিশ্বাসী ও যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেই কথাও মনে করাতে ভোলেননি দিল্লি অধিনায়ক।

advertisement

আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির 'চিঠি', কাকে লিখলেন 'মনের কথা'

প্রসঙ্গত, মুম্বই ব্রাবোন স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি, ভারসাম্য ও গভীরতা বিচার করলেও কাওকে এগিয়ে রাখা খুব কঠিন। মেগা ফাইনালে যেই দল টস জিতবে তাদেরই কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ফাইনালে তুল্যমূল্য লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023 Final: ফাইনালের আগে অধিনায়কদের মাইন্ড গেম ও ঠাণ্ডা লড়াই, কী বললেন ল্যানিং ও হরমনপ্রীত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল