ইতিমধ্যে সংঘর্ষের কথা স্বীকারও করে নিয়েছে স্থানীয় পুলিশও। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহলদারিও দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ওই এলাকায় বিশ্বকাপের খেলা দেখার জন্য বড় পর্দার আয়োজন করা হয়েছিল। প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়। সেই খেলা দেখে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বাস শুরু করেন।
advertisement
তাঁদের দাবি, আর্জেন্টিনার গোলের পরে উচ্ছ্বাস শুরু করেন তাঁরা। সেই সময়ে এলাকার কয়েকজন ব্রাজিল সার্পোটার ছিলেন। তাঁরা খেলা দেখা বন্ধ করে চলে যান। কিন্তু দ্বিতীয়ার্ধে এমবাপের গোলে ফ্রান্স সমতায় ফিরলে সেই ব্রাজিল সার্পোটাররা আবার ফিরে আসেন। এবার ব্রাজিল সার্পোটাররা উচ্ছ্বাস শুরু করেন।
স্থানীয়দের দাবি, এর পরেই সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তুমুল বচসা শুরু হয়। সেখান থেকে হাতাহাতির পর্যায়ে গড়িয়ে যায় বিষয়টি। জানা গিয়েছে, খেলা বন্ধ রেখে দু পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। শেষে খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় পুলিশ।
আরও পড়ুন, দিল্লি যাওয়া কি রুখতে পারবেন অনুব্রত? আজ কেষ্টর ভাগ্যপরীক্ষা
এখনও পর্যন্ত ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে আহতদের। ঘটনার পরেই ওই এলাকায় টহল দিচ্ছে পুলিশ।
আরও পড়ুন, লুসেইলেই শুরু, লুসেইলেই শেষ! সৌদির কাছে হারার মাঠেই ইতিহাস মেসিদের
এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি। তবে ঘটনার পরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।