TRENDING:

World Cup 2019: এবারের বিশ্বকাপে ৫০০ রান উঠতেই পারে! ধরে নিচ্ছেন ক্রিকেট ফ্যানরা, কেন জানেন ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন : এবারের বিশ্বকাপে-র মেগা ইভেন্টের আগেই ভালো ট্রেলর দেখাচ্ছে ইংল্যান্ডের পিচ ৷ কারণ  ক্রিকেটে যেমন দু‘দলের ১১ জন করে ক্রিকেটারের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ তেমনিই গুরুত্বপূর্ণ কেমন পিচ হবে ৷ এই মহূর্তে ইংল্যান্ডে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছে ৷ তাতে দুটি দলই বেশ সহজেই ৩৫০ -র গণ্ডি পেরিয়েছে আর এটা দেখেই আশায় বুক বাঁধছেন বিশ্বজোড়া ক্রিকেট ফ্যানরা ৷
advertisement

ফ্ল্যাট পিচের ওপর ব্যাটসম্যানদের দাপটে ম্যাচে ৫০০ করে রান হয়েও যেতে পারে এমনটাই আশাবাদী ক্রিকেট ফ্যানরা ৷ এদিকে ইংল্যান্ডের ক্রিকেট মাঠের একটা মজা রয়েছে ৷ ইংল্যান্ডের বিভিন্ন ভ্যেনুতে ম্যাচ শেষে একটি প্রিন্টেজ স্কোরকার্ড পাওয়া যায় ৷ যেটা হাতে লেখা স্কোরকার্ডের একটি ডিজিটাল প্রিন্ট ৷ এক পাউন্ড বা দুই পাউন্ডের  বিনিময়ে সেটিকে ম্যাচের স্মারক হিসেবে সংগ্রহ করেন ক্রিকেট ফ্যানরা ৷

advertisement

আরও পড়ুন - World Cup 2019: আইপিএলের পর এবার বিশ্বকাপেও থাকছেন সৌরভ!

এদিকে এতদিন এই স্কোরকার্ড ৪০০ রান মাথায় রেখে বানানো হত তবে সম্প্রতি অপারশেনস ম্যানেজার স্টিভ এলওয়ার্থি জানিয়েছেন এবারের ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের পিচের ধরণ দেখে ওটা ৫০০ অবধি যাতে করা যায় সেভাবে তৈরি করার কথা ভাবা হচ্ছে ৷ ’ ব্রিটিশ সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে ৷

advertisement

গতবছর ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ তুলেছিল ইংল্যান্ড, আর এবার পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে ৩৭৩ রান তুলেছে ইংল্যান্ড আর পাকিস্তান তুলেছিল ৩৬১ ৷ আরও একটি একদিনের ম্যাচেও পাকিস্তান ৯ উইকেটে ৩৫৮ করেছে, আর ইংল্যান্ড ৪৫ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে ৷

ফলে এবারের বিশ্বকাপে বড় রানই হবে বেশির ভাগ পিচে এমনটাই আশাবাদী সমস্ত মানুষ ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2019: এবারের বিশ্বকাপে ৫০০ রান উঠতেই পারে! ধরে নিচ্ছেন ক্রিকেট ফ্যানরা, কেন জানেন ?