ফ্ল্যাট পিচের ওপর ব্যাটসম্যানদের দাপটে ম্যাচে ৫০০ করে রান হয়েও যেতে পারে এমনটাই আশাবাদী ক্রিকেট ফ্যানরা ৷ এদিকে ইংল্যান্ডের ক্রিকেট মাঠের একটা মজা রয়েছে ৷ ইংল্যান্ডের বিভিন্ন ভ্যেনুতে ম্যাচ শেষে একটি প্রিন্টেজ স্কোরকার্ড পাওয়া যায় ৷ যেটা হাতে লেখা স্কোরকার্ডের একটি ডিজিটাল প্রিন্ট ৷ এক পাউন্ড বা দুই পাউন্ডের বিনিময়ে সেটিকে ম্যাচের স্মারক হিসেবে সংগ্রহ করেন ক্রিকেট ফ্যানরা ৷
advertisement
আরও পড়ুন - World Cup 2019: আইপিএলের পর এবার বিশ্বকাপেও থাকছেন সৌরভ!
এদিকে এতদিন এই স্কোরকার্ড ৪০০ রান মাথায় রেখে বানানো হত তবে সম্প্রতি অপারশেনস ম্যানেজার স্টিভ এলওয়ার্থি জানিয়েছেন এবারের ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের পিচের ধরণ দেখে ওটা ৫০০ অবধি যাতে করা যায় সেভাবে তৈরি করার কথা ভাবা হচ্ছে ৷ ’ ব্রিটিশ সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে ৷
গতবছর ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ তুলেছিল ইংল্যান্ড, আর এবার পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে ৩৭৩ রান তুলেছে ইংল্যান্ড আর পাকিস্তান তুলেছিল ৩৬১ ৷ আরও একটি একদিনের ম্যাচেও পাকিস্তান ৯ উইকেটে ৩৫৮ করেছে, আর ইংল্যান্ড ৪৫ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে ৷
ফলে এবারের বিশ্বকাপে বড় রানই হবে বেশির ভাগ পিচে এমনটাই আশাবাদী সমস্ত মানুষ ৷
আরও দেখুন