World Cup 2019: আইপিএলের পর এবার বিশ্বকাপেও থাকছেন সৌরভ!
Last Updated:
#দুবাই: এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের হয়ে মেন্টরের দায়িত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এরপরেই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল ৷ প্রশ্ন উঠেছিল কী করে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বা CAC -র সদস্য হয়ে তিনি একটি ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারেন ৷ এদিকে এই বিতর্ক শেষ হতে না হতেই ফের নয়া দায়িত্বে দাদা ৷ এবারের বিশ্বকাপে যে ধারাভাষ্যকারদের দল নির্বাচিত হয়েছে তাতে জায়গা করে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷
সৌরভ ছাড়াও এই তালিকায় ভারত থেকে রয়েছেন সঞ্জয় মঞ্জেরেকর ৷ এই তালিকায় রয়েছে বিভিন্ন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররা ৷
আরও পড়ুন - World Cup 2019: এবারের বিশ্বকাপের বিজয়ীরা কত কোটি টাকা-র পুরস্কার পাবে শুনলে চোখ কপালে উঠবে!
advertisement
আইসিসি টিভি-র সেরা এই ইভেন্টের ধারাভাষ্যকাররা হলেন ,নাসির হুসেন, ইয়ান বিশপ, সৌরভ গঙ্গোপাধ্যায়, মেলানি জোনেস, কুমারা সঙ্গকারা, মাইকেল আর্থারটন, অ্যালিসন মিচেল, ব্রেন্ডন ম্যাককালাম, গ্রেম স্মিথ, ওয়াসিম আক্রম, শন পোলক , মাইকেল শ্লেটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইশা গুহ, পমি মাবাঙ্গওয়া, সঞ্জয় মঞ্জেরকর, হার্ষ ভোগলে, সাইমন ডুল, ইয়ান স্মিথ, রামিজ রাজা, আথার আলি খান, ইয়ান ওয়ার্ড ৷
advertisement
Check one two Check one two *taps* Is this thing on Introducing our #CWC19 commentatorspic.twitter.com/BS2Pdwn7cN
— Cricket World Cup (@cricketworldcup) May 16, 2019
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2019 2:38 PM IST