World Cup 2019: এবারের বিশ্বকাপের বিজয়ীরা কত কোটি টাকা-র পুরস্কার পাবে শুনলে চোখ কপালে উঠবে!

Last Updated:
#দুবাই : আইপিএলকে মিলিয়ন ডলার টুর্নামেন্ট বলা হয় একদম শুরুর মরশুম থেকেই ৷ বিশ্বকাপ আগে ছিল সবচেয়ে সম্মানের টুর্নামেন্ট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপের পুরস্কার মূল্যেও বিশাল পরিবর্তন এসেছে ৷ ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এবার যে পরিমাণ অর্থ পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে তা আগে কখনও দেওয়া হয়নি ৷ এবার বিশ্বকাপ যে দল জিতবে তাদের পুরস্কার মূল্য ৪ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ২৮.০৪ কোটি টাকা ৷ শনিবার এই খবর জানিয়েছে আইসিসি ৷
রানার্স দল পাবে ২ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১৪.০২ কোটি টাকা , দুই সেমিফাইনালিস্ট প্রত্যেকে পাবে ০.৮০ মিলিয়ন ডলার অর্থাৎ ৫.৬০ কোটি টাকা করে ৷
advertisement
আর প্রতিটি ম্যাচের জয়ী দলের পুরস্কার মিলিয়ে মোট প্রাইজ মানি ১০ মিলিয়ন ডলার হতে চলেছে ৷ যা ভারতীয় মুদ্রায় ৭০.১১ কোটি টাকা ৷ ১০ দলের এই টুর্নামেন্টে ৩০ মে থেকে শুরু হচ্ছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ৷ ১১টি ভ্যেনুতে হবে ৪৬ দিন ধরে হবে কম্পিটিশন ৷ এর আগে মে মাসের ২৪ থেকে ২৮ তারিখ অবধি প্রস্তুতি ম্যাচ খেলবে সব কটি দল ৷
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2019: এবারের বিশ্বকাপের বিজয়ীরা কত কোটি টাকা-র পুরস্কার পাবে শুনলে চোখ কপালে উঠবে!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement