স্বাধীনতা সংগ্রাম হোক বা বিদেশি শক্তির সঙ্গে লড়াই, বাংলার নাম লেখা থাকবে সোনার হরফে। ভারত বিশ্বকাপ জিতবে, আর সেই বীরগাঁথায় কোনও এক পৃষ্ঠায় বাংলার নাম থাকবে না, তা তো হয় না! ভারতের মহিলা ক্রিকেট দল ইতিহাস লিখল আজ রাতে। বিশ্বকাপ জয়। আর এই বিশ্বজয়ের লড়াইয়ে লেখা থাকল বাংলার নাম।
একটা সময় বিশ্বকাপে অদৃশ্য কালিতে যেন নিজেদের নাম লিখে রেখেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। তাদের হারাতে পারত না কেউ। যুগের পর যুগ ধরে আধিপত্য কায়েম রেখেছিল তারা। তবে সেসব দিন অতীত। নতুন ভারত লিখছে নতুন ইতিহাস। হরমনপ্রীত, জেমাইমা, দীপ্তিরা রবিবার রাতে মহিলা ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করে ফেললেন।
advertisement
ফাইনালের নায়িকা তিনি। ৫৮ রান, তার সঙ্গে ৫ উইকেট। একেই হয়তো বলে চ্যাম্পিয়ন্স লাক! তিনি ফাইনালে নামলেন, এমন পারফর্ম করলেন, তাঁর নামের সঙ্গে বাংলার নামও জুড়ে গেল। দীপ্তি শর্মা, তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বাংলার হয়েই। আদতে উত্তরপ্রদেশের মেয়ে হলেও দীপ্তির যোগ রয়েছে বাংলার ক্রিকেটের সঙ্গে।
তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। একই পদে দায়িত্ব পান ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার দীপ্তি। উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি হন দীপ্তি শর্মা। ভারতের মহিলা ক্রিকেট দলের অল-রাউন্ডার দীপ্তি এর পর বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে খেলেন।
আরও পড়ুন- সুন্দর ঝড়ে লন্ডভন্ড অস্ট্রেলিয়া! তৃতীয় ম্যাচে রেকর্ড জয় ভারতের, সিরিজ ১-১
চাকরি পাওয়ার পরই বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামার সিদ্ধান্ত নেন দীপ্তি। দীপ্তিকে নো অবজেকশন সার্টিফিকেট দেয় বাংলার ক্রিকেট সংস্থা। তিনি আর বাংলার হয়ে খেলেন না। তবে একটা সময় এই বাংলার হয়ে খেলে, পারফর্ম করেই দীপ্তির জাতীয় দলে খেলা। বাংলার সঙ্গে যে তাঁর গভীর যোগ, সে কথা দীপ্তিও এক বাক্যে স্বীকার করেছেন বরাবর। সেই মেয়ে বিশ্বকাপ ফাইনালের নায়িকা। বাংলারও তো আজ গর্বেরই দিন।
