পাঁচ কারণে বিশ্বজয়ের স্বপ্নপূরণ ভারতের মেয়েদের , ইতিহাস গড়ল হরমনপ্রীত কউরের দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Women Cricket Team: দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বজয় ভারতের মেয়েদের। টস হারলেও তারপর ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে হরমনপ্রীত কউরের দল। কোন পাঁচটি কারণে বিশ্বকাপ এল ভারতের ঘরে, চলুন দেখা যাক।
advertisement
1/6

আর কোনও হতাশা নয়। সব প্রতীক্ষার অবসান। মহিলা বিশ্বকাপে ট্রফির খপা কাটল ভারতের। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বজয় ভারতের মেয়েদের। টস হারলেও তারপর ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে হরমনপ্রীত কউরের দল। কোন পাঁচটি কারণে বিশ্বকাপ এল ভারতের ঘরে, চলুন দেখা যাক।
advertisement
2/6
স্মৃতি ও শেফালির ওপেনিং পার্টনারশপ: টস হারার পর ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপোনার স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। ১০৪ রানের ওপেনিং জুটিই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। তার সৌজন্যেই ২৯৮ রানের বড় স্কোর করতে পারে টিম ইন্ডিয়া।
advertisement
3/6
শেফালি বর্মার ইনিংস: একটা সময় দল থেকে বাদ পড়েছিলেন। তারপর প্রতীকা রাওয়াল চোট পেয়ে ছিটকে যাওয়ায় সেমিফাইনালে ডাক পান দলে। আর ফাইনালে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করলেন শেফালি। ৮৭ রানের ইনিংস খেলার পাশাপাশি ২ উইকেট নেন বোলিংয়ে। কঠিন সময়ে পার্টনারশিপ ভেঙে ভারতকে ম্যাচে ফেরান শেফালি।
advertisement
4/6
দীপ্তি শর্মার অলরাউন্ড পারফরম্যান্স: শেফালির পাশাপাশি ফাইনালে দীপ্তি শর্মার অলরাউন্ড পারফরম্যান্স ভারতের জয়ের অন্যতম প্রধান কারণ। ব্যাটিংয়ে দলের প্রয়োজনের সময় হাফ সেঞ্চুরি করার পাশাপাশি বোলিংয়ে একাই ৫ উইকেট শিকার করেন দীপ্তি শর্মা। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরি করা ব্যাটার লরা উলভার্টেরউইকেটও নেন দীপ্তি।
advertisement
5/6
রিচার ঝোড়ো ব্যাটিং: বাংলায় মেয়ে রিচা ঘোষও ভারতের বিশ্বকাজ জয়ে বড় ভূমিকা পালন করেছেন। স্লগ ওভারে ব্যাটিং করতে নেমে ২৪ বলে ৩৪ রানের মারকাটারি ইনিংস খেলেন রিচা। একইসঙগে উইকেটকিপার হিসেবেও ফাইনালে নিখুঁত পারফরম্যান্স দিয়েছেন রিচা ঘোষ।
advertisement
6/6
ভারতের ফিল্ডিং: আরও একটি জিনিস না বললেও নয়, তা হল ভারতের ফিল্ডিং। ২৯৮ রান ডিফেন্ড করতে নেমে ভারতের প্লেয়াররা মাঠে প্রাণ লড়িয়ে দিয়েছেন প্রতিটি রান বাঁচানোর জন্য। দু-একটি ভুল থাকলেও পুরো ম্যাচে অনবদ্য ফিল্ডিং ভারতের সাফল্যের অন্তম কারণ।