Shafali Verma Player Of The Match: ‘আপনা গেম খেলো’ কার গোপন মন্ত্রে কামাল Shafali-র, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েও বিশ্বকাপের মঞ্চে গড়লেন বিশ্বরেকর্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shafali Verma Player Of The Match: এক সপ্তাহে পুরো পৃথিবীটা বদলে গেল শাফালির, এভাবেও ফিরে আসা যায় দেখিয়ে দিলেন খুদে দাপুটে কন্যা...
advertisement
1/6

: এক সপ্তাহে পুরো পৃথিবীটা বদলে গেছে শাফলি ভর্মার৷ এক সপ্তাহ আগে ঘরে বসে সাপোর্ট করেছিলেন ভারতীয় দলকে আর আজ ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দিনে ভারতের ঘর -ঘর থেকে তাঁর নাম ধরে সাপোর্টাররা চিৎকার করছিল ‘Shafali- Shafali’... ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সব টিকিট বিক্রি হয়েছিল সকলের চোখে ছিল স্বপ্ন ভারতের মহিলা দলের বিশ্বকাপ জয়ের সাক্ষী হয়ে থাকা৷ আর সেই মঞ্চে ব্যাটে-বলে ভারতকে সেরা পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন৷ Photo- AP
advertisement
2/6
প্লেয়ার অফ দ্য পুরস্কারের মঞ্চ থেকে ২১ বছরের শাফালি তাই বললেন তাঁর নিজের ওপর আত্মবিশ্বাস ছিল৷ তাই এক সপ্তাহ আগের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিশ্বকাপের নকআউট পর্বে দলে যোগ দিতে কোনও অসুবিধা হয়নি ছোট এই মেয়েটির৷
advertisement
3/6
শাফালি জানিয়েছেন, ‘‘এই ফাইনাল আমার নিজের জন্য, দলের জন্য’’ পাশাপাশি তিনি এভাবে নকআউট পর্বে দলে যোগ দিয়েও কোনও অসুবিধা বোধ করেননি এটাও জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘মনের কথাই শোনেন , নিজের লক্ষ্য ও প্ল্যান কাজে এসেছে৷ হরমন দি , সকলের সাপোর্ট ছিল, বলে দিয়েছিলেন আপনা গেম খেলো৷’’ Photo- AP
advertisement
4/6
সচিন স্যারকে দেখেই ক্রিকেট খেলা শুরু তরুণী শাফালির আর রবিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সচিনের উপস্থিতি তাঁকে আলাদাভাবে অনুপ্রাণিত করেছিল৷ শাফালির সোজাসাপ্টা কথা, ‘‘ দেখে আলাদা বুস্ট আসে, সব সময় কথা হয় , ওনাকে দেখে আরও বেশি অনুপ্রাণিত লাগছিল৷’’
advertisement
5/6
আন্ডার ১৯ বিশ্বকাপ জিতেছিলেন শাফালি৷ আর এদিন সবচেয়ে ছোট মেয়ে হিসেবে বিশ্বকাপ ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন শেফালি৷ যা ক্রিকেট পরিসংখ্যান বইয়ে চিরকালের জন্য তাঁর নাম রেখে দেবে, আর ক্রিকেটপ্রেমী দর্শক তাঁর ইনিংস মনে রেখে দেবেন বহুদিন৷ কারণ শেফালি ‘আপনা গেম’ খেলে৷ এদিন শাফালি ৷ ৭৮ বলে ৮৭ রান করে আউট হন শাফালি৷ তাঁর এদিনের ইনিংসে ছিল ৭ টি চার ও ২ টি ছক্কা৷ আর বল হাতে ৭ ওভার বল করে ৩৬রান দিয়ে ২ উইকেট নেন৷ Photo Courtesy- ICC/X Account
advertisement
6/6
এদিনের শাফালির অর্ধশতকের মাধ্যমে, শেফালি ভার্মা এখন ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হাফ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় (পুরুষ এবং মহিলা উভয়) হয়ে উঠলেন। শেফালি ২১ বছর ২৭৮ দিন বয়সে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে তাঁর পঞ্চাশটি পূর্ণ করেন। Photo Courtesy- ICC/X Account