অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৫ রান করে৷ অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হিলি সবচেয়ে বেশি ১০৭ বলে ১২৯ রান করেন৷ এছাড়া রেচেল হেন্স ১০০ বলে ৮৫ রান করেন৷ দুজনের মধ্যে প্রথম উইকেটে ২১৬ রানের পার্টনারশিপ হয়৷ শেষ ওভারে বেথ মুনি ৩১ বলে ৪৩ রান করে দলের রান ৩০০ পার করে দেন৷
advertisement
আরও পড়ুন - IPL 2022: আজ আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর, পয়েন্ট টেবলে কে কোথায় দাঁড়িয়ে
ওয়েস্টইন্ডিজ ৪৫ ওভারে ৩০৬ রানে টার্গেট হয়৷ এই বিশাল রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান দল ৩৭ ওভারে ১৪৮ রানে শেষ হয়ে যায়৷ অধিনায়ক স্টেফনি টেলর ৪৮ রান ছেড়ে দিলে কোনও ক্রিকেটারই উইকেটে টিকতে পারেননি৷ ক্যারিবিয়ান দলের ৬ জন ক্রিকেটার ২ অঙ্কের রান টপকাতে পারেনি৷ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জোনাসেন সবচেয়ে বেশি ২ উইকেট নেন৷ মেগ ল্যানিংয়ের অধিনায়ক রেকর্ড অসাধারণ৷ তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ৭৪ টি ম্যাচ খেলেছে তার মধ্যে ৬৫ টি জিতেছে৷ মাত্র ৮ টি ম্যাচ হেরেছে আর একটি ম্যাচ টাই হয়েছে৷