মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আশ্বাস দিয়েছেন, মহিলা বিশ্বকাপজয়ী ক্রিকেটার ক্রান্তি গৌড়ের বাবা মুন্না সিংকে পুলিশের চাকরিতে ফেরানো হবে। তিনি পুলিশ কনস্টেবল ছিলেন। ২০১২ সালে নির্বাচন দায়িত্ব পালনের সময় একটি সমস্যার কারণে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
চাকরি চলে যাওয়ায় ক্রান্তিদের পরিবার আর্থিক সঙ্কটে পড়েছিল। ক্রান্তি বলেন, “এমন দিনও গেছে যখন আমাদের একবেলাও খাবার জোটেনি। তখন কয়েকজন প্রতিবেশী আমাদের খুবই সাহায্য করেছিল। তারা আমাদের খাবার জুগিয়েছিল।”
advertisement
ওয়ানডে মহিলা বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। চলতি বছর তারা নিজেদের সেরা পারফরম্য়ান্স দেন। এই প্রথম ভারতের মহিলা দল চ্যাম্পিয়ন হল। মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী সারঙ্গ বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের জয়ে ক্রান্তি গৌড়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছতরপুর জেলার ঘুওয়ারা এলাকা থেকে উঠে এসেছে ও।
আরও পড়ুন- ‘ক্রিকেটার’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাইরাল, মুখ্যমন্ত্রী হয়েছিলেন ‘ম্যান অফ দ্য ম্যাচ’!
ক্রীড়ামন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ক্রান্তিকে খুব শীঘ্রই সরকারি চাকরির প্রস্তাব দেবে। ক্রান্তির বাবা মুন্নালাল সিংকে পুলিশ বিভাগ সাসপেনড করেছিল। সেই বিষয়টা নিয়ে তদন্ত চলছে এখনও। খুব তাড়াতাড়ি তাঁর সাসপেনশন তুলে নেওয়া হবে। একটা সময় ক্রান্তির বাবা হঠাৎ করে চাকরি থেকে বরখাস্ত হন। রাতারাতি পথে নেমে যায় গোটা পরিবার।
