ফোনে অকপট ঝুলন গোস্বামী। কিন্তু কোন সহজ কাজটা তিতাস করছেন ফাইনালে? ঝুলনের কথায়, “স্ট্যাম্প টু স্ট্যাম্প, লেন্থ বোলিং করেই সাফল্য তিতাসের। মহম্মদ শামি যেভাবে বোলিং করে সফল হয়েছে তিতাসও ঠিক সেটাই করছে দেখলাম।”
আরও পড়ুন- Titas Sadhu: তুখোড় তিতাস, বাইশ গজে আগুন ঝরানো বঙ্গকন্যার ছোটবেলার সিক্রেট আউট
এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দল সোনা জয়ের পর নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর। বাংলার তিতাস সাধুই কী পরবর্তী ঝুলন গোস্বামী? প্রশ্ন শেষ হওয়ার আগেই ঝুলনের স্পষ্ট উত্তর, আমি বিশ্বাস করি আমার থেকেও বেশি প্রতিভা রয়েছে তিতাসের মধ্যে। আগামী দিনে ভারতীয় দলকে আরো সাফল্য এনে দেবে তিতাস।”
advertisement
তিতাসের কোন গুণটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? প্রশ্নের উত্তরে প্রাক্তন অধিনায়ক জানান, উইকেট বুঝে বল করার ক্ষমতা। অতিরিক্ত কিছু চেষ্টা না করে বেসিক কাজটা করে যাওয়া। যেমন আজকে ফাইনালের ধীমে উইকেটে ও করল।”
তিতাস বলেন, তাঁর পছন্দের ক্রিকেটার ঝুলনদি। এশিয়ান গেমসের আগে তিতাস কে কী কোনও টিপস দিয়েছিলেন? ঝুলন বলেন, “আমি বাংলার মেন্টর হিসেবে কাজ করি। সেখানে ওকে প্র্যাকটিস করতে দেখেছি ইডেনের ইনডোরে। ওর গতিটা বেশ ভাল। আমি বলব, ওর শারীরিক গঠনটাও যথেষ্ট ভাল একজন ফার্স্ট বোলার হওয়ার জন্য। কঠোর পরিশ্রমের মাধ্যমেই ও নিজেকে তৈরি করেছে।”
আরও পড়ুন- বাংলার তিতাসের আগুনে বোলিংয়েই সোনা জয় ভারতের,একাই ধসিয়ে দেন শ্রীলঙ্কার টপ অর্ডার
তিতাস ছাড়া এদিনের এশিয়ান গেমসের সোনা জয় প্রসঙ্গে বলতে গিয়ে ঝুলন বলেন, “প্রথমবার খেলেই সোনা। এটা সত্যিই সেরা সাফল্য। ২০১০ এবং ১৪ এশিয়ান গেমসে ক্রিকেট থাকলেও সেবার ভারতীয় দল খেলেনি। এবার প্রথমবার অংশ নিয়ে যেভাবে চ্যাম্পিয়ন হলো তাতে বোঝা যায় ভারতীয় মহিলা ক্রিকেট সামনের দিকে এগোচ্ছে। আরো বেশি করে কৃতিত্ব দেব কারণ অনেক সিনিয়র ক্রিকেটার এই টুর্নামেন্টে শুরু থেকে খেলেননি। জুনিয়ররা সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করেছে। কমনওয়েলথ গেমসে ফাইনালে হারতে হয়েছিল। তবে এশিয়ান গেমসের সোনাটা আগামী দিনে মহিলা ক্রিকেটকে উজ্জ্বীবিত করবে।”