Titas Sadhu: বাংলার তিতাসের আগুনে বোলিংয়েই সোনা জয় ভারতের, শ্রীলঙ্কার টপ অর্ডার একাই ধসিয়ে দেন চুঁচুড়ার মেয়ে

Last Updated:
Titas Sadhu: এক দিনে এশিয়ান গেনসে জোড়া সোনা ভারতের ঝুলিতে। সকালে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টের পর বেলা গড়াতে সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইতিহাসের পাতায় নাম লেখালেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, তিতাস সাধুরা।
1/6
এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের ফাইনালের ভারতের সোনা জয়ে বড় ভূমিকা বাংলার পেসার তিতাস সাধু। ফাইনালে একাই ৩ উইকেট নিয়ে দেশ তথা বাংলাকে গর্বিত করল চুঁচুড়ার তিতাস।
এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের ফাইনালের ভারতের সোনা জয়ে বড় ভূমিকা বাংলার পেসার তিতাস সাধু। ফাইনালে একাই ৩ উইকেট নিয়ে দেশ তথা বাংলাকে গর্বিত করল চুঁচুড়ার তিতাস।
advertisement
2/6
ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত। রান বেশি না হওয়ায় দেশকে চ্যাম্পিয়ন করার দায়িত্বটা গিয়ে পড়ে বোলারদের উপর। আর সেই পরীক্ষা ১০০-তে ১০০ পেলেন বঙ্গ তনয়া।
ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত। রান বেশি না হওয়ায় দেশকে চ্যাম্পিয়ন করার দায়িত্বটা গিয়ে পড়ে বোলারদের উপর। আর সেই পরীক্ষা ১০০-তে ১০০ পেলেন বঙ্গ তনয়া।
advertisement
3/6
শ্রীলঙ্কা মহিলা দলের ব্যাটিংয়ের স্তম্ভ বলা হয় প্রথম ৩ ব্যাটারকে। সেই তালিকায় নাম রয়েছে অধিনায়ক চামারি আতাপাত্তু সহ অনুষ্কা সঞ্জীওয়ানি ও ভিস্মি গুণারত্নে। শ্রীলঙ্কার এই তিন টপ অর্ডার ব্যাটারকে একাই সাজঘরে ফেরত পাঠান তিতাস।
শ্রীলঙ্কা মহিলা দলের ব্যাটিংয়ের স্তম্ভ বলা হয় প্রথম ৩ ব্যাটারকে। সেই তালিকায় নাম রয়েছে অধিনায়ক চামারি আতাপাত্তু সহ অনুষ্কা সঞ্জীওয়ানি ও ভিস্মি গুণারত্নে। শ্রীলঙ্কার এই তিন টপ অর্ডার ব্যাটারকে একাই সাজঘরে ফেরত পাঠান তিতাস।
advertisement
4/6
নিজের প্রথম ওভারেই দুই উইকেট নেন তিনি। অনুষ্কা সঞ্জীওয়ানি ও ভিস্মি গুণারত্নকে আউট করেন। দ্বিতীয় ওভারে আতাপাত্তুকে আউট করে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেন বাংলার তিতাস। বাংলার পেসারের দেওয়া এই ৩ ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা।
নিজের প্রথম ওভারেই দুই উইকেট নেন তিনি। অনুষ্কা সঞ্জীওয়ানি ও ভিস্মি গুণারত্নকে আউট করেন। দ্বিতীয় ওভারে আতাপাত্তুকে আউট করে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেন বাংলার তিতাস। বাংলার পেসারের দেওয়া এই ৩ ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা।
advertisement
5/6
শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিতাস সাঁধু। মেডেন পেয়েছেন একটি ওভার। বাংলার মেয়ের পেস অ্যাটাকে ভর করেই এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিতাস সাঁধু। মেডেন পেয়েছেন একটি ওভার। বাংলার মেয়ের পেস অ্যাটাকে ভর করেই এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
advertisement
6/6
তিতাসকে নিয়ে বাংলার ক্রিকেটের প্রত্যেকে আশাবাদী। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন তিনি। এশিয়ান গেমসের উদ্দেশে রওনা দেওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন, সুযোগ যখন পেয়েছেন, ভারতীয় দলের জন্য নিজের সবটা উজাড় করে দেবেন। ফাইনালে দেশকে সোনা জিতিয়ে কথা রাখলেন তিতাস।
তিতাসকে নিয়ে বাংলার ক্রিকেটের প্রত্যেকে আশাবাদী। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন তিনি। এশিয়ান গেমসের উদ্দেশে রওনা দেওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন, সুযোগ যখন পেয়েছেন, ভারতীয় দলের জন্য নিজের সবটা উজাড় করে দেবেন। ফাইনালে দেশকে সোনা জিতিয়ে কথা রাখলেন তিতাস।
advertisement
advertisement
advertisement