TRENDING:

Virat Kohli: আইপিএল ফাইনালের পরই অবসর নেবেন কোহলি? বোর্ড কর্তা যা জানালেন...

Last Updated:

Virat Kohli: একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ বিরাট কোহলির ঝুলিতে রয়েছে সবকিছুই। শুধু অধরা রয়েছে আইপিএল ট্রফিটি। মঙ্গলের রাতে স্বপ্নপূরণ হলেই কি অবসর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ বিরাট কোহলির ঝুলিতে রয়েছে সবকিছুই। শুধু অধরা রয়েছে আইপিএল ট্রফিটি। ২০০৮ সাল থেকে যে ট্রফি জয়ের পিছনে ছুঁটছেন বিরাট। ১৮ বছর ধরে অধরা ট্রফি জয়ের সামনে আরও একবার কোহলি। এর আগে ৩ বার ফাইনালে উঠলেও ট্রপি আর বিরাটের ঠোঁটের দূরত্ব ঘোচেনি। এবার আরও একবার সেই সুযোগ কোহলির সামনে।
News18
News18
advertisement

মঙ্গলবার আইপিএল ২০২৫-এর মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। গোটা মরশুম ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করার পর শেষ চ্যালেঞ্জও হাসি মুখে পার করতে মরিয়া বিরাট কোহলি। তবে আরসিবি জিতলে কোহলি কি নিজের আইপিএল কেরিয়ার নিয়েও বড় কোনও সিদ্ধান্ত নেবেন? তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

advertisement

কারণ ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। মে মাসের ১২ তারিখে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট যে গতিতে পরপর অবসর নিচ্ছেন, তাতে আইপিএলে আরসিবি চ্যাম্পিয়ন হলে কোহলি যে তেমন কিছু করবেন না , সেটারও কোনও নিশ্চয়তা নেই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

advertisement

যদিও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল মনে করছেন না মঙ্গলের রাতে তেমন কিছু ঘটবে। তিনি জানিয়েছেন,”বিরাটের এখনকার যা ফিটনেস, ও যখন আইপিএল খেলা শুরু করেছিল, তখনও এমন ফিট ছিল না। আগের মতোই এনার্জি আর দায়বদ্ধতা নিয়ে এখনও ও ক্রিকেট খেলে। তাই আরসিবি যদি মঙ্গলবার চ্যাম্পিয়ন হয়, তাহলেও আমরা এবং দেশের সবাই চাইবে বিরাট কোহলি আইপিএল খেলা চালিয়ে যান।”

advertisement

আরও পড়ুনঃ IPL 2025 Final: কে জিতবে আইপিএল? কার হবে স্বপ্নভঙ্গ? প্রতিটি AI যা ভবিষ্যদ্বাণী করল, চমকে যাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেরিয়ারে সব কিছু থাকলেও বাকি রয়েছে শুধু আইপিএল জয়টাই। এ যেন কোহলির কাছে এক প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। তবে ৩ জুন রাতে কোহলির মুখে হাসি ফুটলে তারপর যে কোন সিদ্ধান্ত নেবেন মহাতারকা, তা সকলের কাছেই অজানা। তবে বিরাট ফ্যানেরা চাইছেন ট্রফি জিতুক কোহলি, একইসঙ্গে আইপিএলের মঞ্চে আরও কিছু বছর চলুক তাঁর রাজত্ব।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: আইপিএল ফাইনালের পরই অবসর নেবেন কোহলি? বোর্ড কর্তা যা জানালেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল