মঙ্গলবার দুপুরে, BCB ও ICC-র মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছিল, যেখানে বাংলাদেশের ICC Men’s T20 World Cup ২০২৬-এ অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। BCB চাইছে তাদের দলের T20 World Cup-এর ম্যাচগুলো, যা ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে, India-র বাইরে সরানো হোক। এই দাবি উঠেছিল যখন কলকাতা নাইট রাইডার্স (KKR) BCCI-র নির্দেশে তাদের IPL ২০২৬ স্কোয়াড থেকে পেসার মুস্তাফিজুরকে ছেড়ে দেয়।
advertisement
আরও পড়ুন: সচিনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
দেবজিৎ সাইকিয়া ANI-কে বলেন, “এখনও পর্যন্ত, BCCI Bangladesh Cricket Board ও ICC-র মধ্যে কোনও যোগাযোগের ব্যাপারে কোনও তথ্য নেই, তাই আমরা কিছুই জানি না। যখনই কোনও তথ্য পাব, আপনাদের জানিয়ে দেব।”
আরও পড়ুন: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! নীচে নামিয়ে দিলেন সতীর্থকেই
আলোচনার সময়, BCB ICC-কে অনুরোধ করে Bangladesh-এর ম্যাচগুলো India-র বাইরে সরানোর কথা বিবেচনা করতে। ICC জানায়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং BCB-কে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বলে, কিন্তু BCB তাদের অবস্থানে অটল থাকে। দুই পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করার ব্যাপারে একমত হয়। BCB তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিষয়টি নিয়ে গঠনমূলকভাবে ICC-র সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
