বিধ্বস্ত, বিপন্ন, নাকি... এই অবয়বে আজ হয়তো কোনও বিশেষণই খাপ খায় না। শূন্য চোখে তখন হয়তো ভেসে উঠছিল রঙিন কিছু স্মৃতি। হয়তো মনে পড়ে যাচ্ছিল মারাদোনার মুখটা। হয়তো সেই কথাটা, এবার কাপটা নিয়ে ফিরো...।
১২ মাস আগে স্যান্টিয়াগোতে তিনিই ছিলেন একমাত্র গোলদাতা। আর ১২ মাস পর তাঁর পায়ে কথা বলল না বল। লজ্জায়, ঘৃণায়, যন্ত্রণায় মুখ ঢাকলেন মহানায়ক। কোপা হেরে মেসিকেও হারাল আর্জেন্টিনা। হয়তো অনেক ভেবে, অনেক বুঝে মেটলাইফ থেকে বেরোনোর পর দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন লিও মেসি।
advertisement
তাঁর এবং দেশের জন্য এটা এক কঠিন সময়, কিন্তু তাঁর পক্ষে দেশকে আর কিছুই দেওয়ার নেই। এই কোপা জেতার জন্য তাঁর চেষ্টার কোনও ক্রটি ছিল না। চারবার ফাইনাল খেলেছেন। কিন্তু কোনও দিন নিজেকে চ্যাম্পিয়ন বলে দাবি করতে পারবেন না।
রাজপুত্রের এই সিদ্ধান্তে স্তব্ধ বুয়েনস আয়ার্স। হতভম্ব আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো। এই কারণে হয়তো তিনি লিও মেসি। সোয়ারবিং জিরো থেকে অবসর ঘোষণা, কখনই কাউকে বুঝতে দেন না। গুডবাই আর্জেন্টিনা, গুডবাই লিও মেসি।