X Grok: তাদের বিশ্লেষণে আরসিবির সাম্প্রতিক ফর্ম, ভারসাম্যপূর্ণ স্কোয়াড ও চাপ সামলানোর দক্ষতার ওপর জোর দিয়েছে। জশ হ্যাজেলউডের ২১ উইকেট, বিরাট কোহলির ধারাবাহিক রান এবং আহমেদাবাদে প্রথমে ব্যাটিং করে ম্যাচ জয়ের প্রবণতা — সব মিলিয়ে আরসিবিকে ফেভারিট মনে করছে X Grok। তারা মনে করেন পঞ্জাব কিংসকে ফাইনালে জিততে হলে অসাধারণ পারফরমেন্স দেখাতে হবে।
advertisement
Gemini: একটু কূটনৈতিক অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত সামান্য ব্যবধানে আরসিবির পক্ষেই ঝুঁকে পড়েছে। তারা বলেছে, ম্যাচের দিন পারফরম্যান্স, টস এবং আবহাওয়া বড় ভূমিকা রাখবে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে আরসিবিকে এগিয়ে রাখা যেতে পারে।
আরও পড়ুনঃ Shreyas Iyer: শ্রেয়স আইয়ার পঞ্জাবের জন্য করলেন এমন কাজ! যা বিশ্বের কোনও দলের নেই!
ChatGPT: স্পষ্টভাবে বলেছে, এই মরশুমে পঞ্জাব কিংসের বিপক্ষে ধারাবাহিক জয়ের কারণে এবং দলীয় ভারসাম্যের ভিত্তিতে আরসিবি-ই ফাইনালের সম্ভাব্য বিজয়ী। তবে তারা সতর্ক করে দিয়েছে যে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পিবিকেএস চমকে দিতে পারে। সব মিলিয়ে, তিনটি AI প্ল্যাটফর্মই মনে করছে আরসিবিই ২০২৫ সালের আইপিএল ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে।