TRENDING:

কবে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক? এমএলএ কাপে সত্যিটা এসে জানালেন বাংলার 'মহারাজ'

Last Updated:

Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলীর বায়োপিক মুক্তি পাচ্ছে কবে? মধ্যমগ্রাম এমএলএ কাপে সৌরভ ভারতীয় ক্রিকেট টিমের ফর্ম ও রোহিত শর্মার অবসর নিয়ে মতামত দেন। ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: কবে আসছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলীর বায়োপিক! মধ্যমগ্রাম এমএলএ কাপে এসে বায়োপিক থেকে ভারতীয় ক্রিকেট টিম-সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement

মধ্যমগ্রামে এমএলএ কাপ ফুটবল ফাইনালে এদিন বিশেষ অতিথি হিসাবে বসুনগর মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলার মহারাজ সৌরভ। মাঠে এসেই প্রথমে ফাইনালে ওঠা দুটি দল চন্দরনগর এফসি ও কলকাতা পুলিশ এর প্রতিটি খেলোয়াড় এর সঙ্গে হাত মেলান।

আরও পড়ুন- স্পিডে ছুটছিল ট্রেন, রাতের কোচে ছিলেন এক মহিলা যাত্রী, ঠিক তখনই ওঠে ‘সে’…! GRP যা জানতে পারে, ভয়ানক!

advertisement

পেলেও টয়লেটে যান না? অনেক ক্ষণ ধরে ‘প্রস্রাব’ চেপে রাখেন? জানেন কী হয় এতে…! শিউরে উঠবেন

এর পর মঞ্চ বসে খেলা উপভোগ করলেন। তারই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে যেমন ভারতকেই এগিয়ে রাখলেন মহারাজ। তিনি মনে করে, এইমুহুর্তে ভারত যে ফর্মে আছে তাদেরকে রোখা যথেষ্ট শক্ত। অধিনায়ক রোহিত শর্মার অবসর নেওয়ার কোন পরিকল্পনা তিনি অন্তত দেখছেন না, রোহিত চাম্পিয়ন্স ট্রফিতে ভাল ফর্মে না থাকলেও রোহিত ভাল ফর্মেই আছে।

advertisement

আরও পড়ুন- ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রীর ফোন, প্রেমঘন স্বরে বললেন, ‘রাতে তুমি একবার…’ খুশি মনে এলেন স্বামী, তার পর?

টলতে টলতে স্কুলে ঢুকলেন BEO! শিক্ষিকার সামনে এসে যা করলেন…মুখ দিয়ে ‘ভকভক’ করে মদের গন্ধ! তার পরই যা হল!

বাংলার দাদার বায়োপিক নিয়েও তিনি বলেন খুব দ্রুত সকলের সামনে আসবে। ডিসেম্বরেই হয়তো তা দেখা যাবে। সৌরভ কে দেখতে এইদিন মধ্যমগ্রাম বসুনগর মাঠে ভক্তদের ভিড় ছিল চোখে পরার মতো। ভারতীয় ক্রিকেটের প্রাক্তনী অধিনায়কের ছবি মোবাইল বন্দি করা থেকে কচিকাঁচাদের অটোগ্রাফ দিতেও দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/খেলা/
কবে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক? এমএলএ কাপে সত্যিটা এসে জানালেন বাংলার 'মহারাজ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল