মধ্যমগ্রামে এমএলএ কাপ ফুটবল ফাইনালে এদিন বিশেষ অতিথি হিসাবে বসুনগর মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলার মহারাজ সৌরভ। মাঠে এসেই প্রথমে ফাইনালে ওঠা দুটি দল চন্দরনগর এফসি ও কলকাতা পুলিশ এর প্রতিটি খেলোয়াড় এর সঙ্গে হাত মেলান।
advertisement
পেলেও টয়লেটে যান না? অনেক ক্ষণ ধরে ‘প্রস্রাব’ চেপে রাখেন? জানেন কী হয় এতে…! শিউরে উঠবেন
এর পর মঞ্চ বসে খেলা উপভোগ করলেন। তারই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে যেমন ভারতকেই এগিয়ে রাখলেন মহারাজ। তিনি মনে করে, এইমুহুর্তে ভারত যে ফর্মে আছে তাদেরকে রোখা যথেষ্ট শক্ত। অধিনায়ক রোহিত শর্মার অবসর নেওয়ার কোন পরিকল্পনা তিনি অন্তত দেখছেন না, রোহিত চাম্পিয়ন্স ট্রফিতে ভাল ফর্মে না থাকলেও রোহিত ভাল ফর্মেই আছে।
বাংলার দাদার বায়োপিক নিয়েও তিনি বলেন খুব দ্রুত সকলের সামনে আসবে। ডিসেম্বরেই হয়তো তা দেখা যাবে। সৌরভ কে দেখতে এইদিন মধ্যমগ্রাম বসুনগর মাঠে ভক্তদের ভিড় ছিল চোখে পরার মতো। ভারতীয় ক্রিকেটের প্রাক্তনী অধিনায়কের ছবি মোবাইল বন্দি করা থেকে কচিকাঁচাদের অটোগ্রাফ দিতেও দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
Rudra Narayan Roy