TRENDING:

IPL 2024 Kolkata weather: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

Last Updated:

IPL 2024 Kolkata weather: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার ইডেনে খেলতে নামছে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্লেঅফের লড়াই থেকে আগেই বিদায় নিয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। তাই মুম্বইয়ের কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ না হলেও কেকআরের কাছে এই ম্যাচের গুরুত্ব রয়েছে।
কী হবে কলকাতার?
কী হবে কলকাতার?
advertisement

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। তাই বৃষ্টিতে ভিজতে পারে ইডেন। এমনিতেই সোমবার থেকে টানা বৃষ্টি হচ্ছে কলকাতায়, তাই শনিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে যেতে পারে ইডেনে। অন্য দিকে, শনিবারে ইডেনে শেষ ম্যাচ খেলতে নামবে কেকেআর। বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ইডেনের ম্যাচ।

advertisement

আরও পড়ুন: নতুন ফর্ম্যাটে হতে চলেছে এ বারের টি২০ বিশ্বকাপ, কোন দল ক’টি ম্যাচ খেলবে?

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শনিবার কেকেআরের ম্যাচ ভেস্তে গেলে ১ পয়েন্ট পেয়ে সবার আগে প্লেঅফে পৌঁছবে কেকআর। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা রয়েছে রাজস্থানের। সেই ম্যাচ জিতলে প্লেঅফে পৌঁছবে রাজস্থানও। নেট রানরেটে শীর্ষে কেকেআর। তাই রবিবার কেকেআরের ম্যাচ ভেস্তে গেলে বাকি দু’ম্যাচ জিতলেও কেকেআরের পয়েন্ট দাঁড়াবে ২১। অন্য দিকে রাজস্থান আগামী তিন ম্যাচ জিতলে পয়েন্ট হবে ২২। তাই শীর্ষে থেকে প্লেঅফে যেতে পারবে না কেকেআর। অন্য দিকে হায়দরাবাদ এবং চেন্নাই সর্বোচ্চ পেতে পারে ১৮ পয়েন্ট। তাই প্রথম দুইয়ে শেষ করতে হলে আগামী তিন ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিততেই হবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 Kolkata weather: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল