TRENDING:

KKR vs MI: টেবলের লাস্টবয়দের লড়াই, কেমন হবে পিচ, বৃষ্টি কি ভেস্তে দেবে ম্যাচ

Last Updated:

বাকি ২ টি জায়গার জন্য ৭ টি দল কঠিন লড়াই করছে৷ এর মধ্যে ৯ নম্বরে থাকা কলকাতা রাইডার্সও রয়েছে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লড়াই হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আইপিএল ২০২২ র লিগ পর্ব এবার শেষ পর্বে এসে পৌঁছেছে৷ প্রতি দল ১৪ টি ম্যাচের অন্তত ১০ টি করে ম্যাচ খেলছে৷ প্লেঅফের ছবি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে৷ গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ন্টসের জায়গা কার্যত পাক্কা৷ কিন্তু বাকি ২ টি জায়গার জন্য ৭ টি দল কঠিন লড়াই করছে৷ এর মধ্যে ৯ নম্বরে থাকা কলকাতা রাইডার্সও রয়েছে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লড়াই হবে৷
MI vs KKR at DY Patil cricket stadium pitch report and today's weather update
MI vs KKR at DY Patil cricket stadium pitch report and today's weather update
advertisement

মুম্বইয়ের প্লে অফে রেস থেকে এবারের মত বিদায় নিয়েছে৷ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আশা এখনও বাকি আছে৷ ফলে কেকেআর যদি প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে চায় তাহলে এদিনে তাদের মুম্বই বধ করতেই হবে৷

আরও পড়ুন - LIC Investment: ঝুঁকির খেলা হয়ে যাবে না তো এলআইসি আইপিও? দীর্ঘমেয়াদ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

advertisement

মুম্বই ইন্ডিয়ান্স এখনও অবধি আইপিএলের ১০ ম্যাচ খেলেছে আর তার মধ্যে ২ টি ম্যাচ জিতেছে৷ তাদের পয়েন্ট ৪৷ কলকাতা ১১ ম্যাচ খেলেছে তার মধ্যে ৪ টি জিতেছে ৭ টি হেরেছে৷ এবারের আইপিএলের প্রথম ম্যাচের কেকেআর মুম্বই বধ করেই আইপিএল অভিযান শুরু করেছিল৷ কেকেআর ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে৷ এই সময়ে আবহাওয়া ও পিচের মেজাজ কেমন থাকবে? তা জেনে নিন৷

advertisement

আরও পড়ুন - Cyclone Asani Update: চোখ রাঙাচ্ছে অশনি, সমুদ্র হচ্ছে উত্তাল, লণ্ডভণ্ড কে হবে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ অ্যালার্টে

আবহাওয়া কেমন থাকবে?

অ্যাকুওয়েদার ডট কম অনুযায়ি, সোমবার মুম্বইয়ের দিনের বেলা তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে৷ সন্ধ্যার সময় তা এক ধাক্কায় নেমে ২৯ ডিগ্রি হবে৷ বৃষ্টির আশঙ্কা নেই৷ কিন্তু আপেক্ষিক আর্দ্রতা ৮০ শতাংশের আশপাশে থাকবে৷ হাওয়ার গতি ৩৫ কিমি হবে৷ এতে পরিস্থিতির থেকে শিশির মুক্তি দেবে৷

advertisement

পিচ থেকে কীভাবে সুবিধা পাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম আইপিএলে এই মরশুমে বড় স্কোর করে৷ এই মাঠে গত ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটাল্সের মধ্যে লড়াই  হয়েছিল৷ ২০৮ রান হয়েছিল৷ আর দিল্লি ১১৭ রানে শেষ হয়ে যায়৷ ১৬ ম্যাচ হয়েছে এই মাঠে৷  ৯ ম্যাচ রান তাড়া করতে নামা দল জিতেছে৷ ৫০ শতাংশের বেশি রান তাড়া করে জিতেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs MI: টেবলের লাস্টবয়দের লড়াই, কেমন হবে পিচ, বৃষ্টি কি ভেস্তে দেবে ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল