লুঙ্গি এনগিডি চার উইকেট তুলে নেন৷ ওয়েন পারনেল তিনজনকে আউট করেন৷ এনগিডি নিজের প্রথম খেলায় ভারতের টপ অর্ডারের তিনজন কেএল রাহুল (৯), রোহিত শর্মা (১৫), বিরাট কোহলি (১২) ফিরিয়ে দেন৷ যাতে ভারতীয় দল চাপের প্রেসার কুকারে ঢুকে যান৷
আরও পড়ুন - সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
advertisement
এদিকে এই ম্যাচের শেষে যুজবেন্দ্র চাহাল আবার ভাইরাল হয়ে যান৷ তিনি আম্পায়রের সঙ্গে তিনি ইয়ার্কিতে মেতে ওঠেন , যে ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷
এদিন ফ্লপ শো দীপক হুডা (০), হার্দিক পান্ডিয়া (২) -র৷ এদিকে সূর্যকুমার যাদবের ৫২ রানের পার্টনারশিপ দীনেশ কার্তিকের ইনিংস স্থিতিশীলতা দেয়৷ যদিও ব্যাট হাতে তিনি মাত্র য়৬ রানই যোগদান করতে পেরেছেন৷
আরও পড়ুন - IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বাজে খবর, স্টার ফিনিশারের খেলা নিয়ে সংশয়ের মেঘ
এদিনের ম্যাচে অক্ষর প্যাটেলের বদলে দলে দীপক হুডা দলে আসেন৷ এদিকে দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ যুজবেন্দ্র চাহাল অদ্ভুতভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলেননি একটিও ম্যাচে৷
চাহালের কাজ এখন মাঠে বোতল বয়ে আনা৷ যা বিভিন্ন সময়ে ভাইরাল হয়ে গেছে৷ তিনি মাঠে গিয়ে এইভাবেই আম্পায়রের সঙ্গে মস্করায় মাতেন৷