TRENDING:

Viral Video: ক্রিকেটার হতে না হতেই ‘এই’, গ্রাউন্ডসম্যানকে ধাক্কা রতুরাজের

Last Updated:

বেঙ্গালুরু টি টোয়েন্টিতে ১০ রান করে আউট হয়ে যান গায়কোয়াড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের  (Ruturaj Gaikwad) ব্যাট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজে একেবারেই নিষ্প্রভ৷ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ শেষ হয় ২-২ -এ৷ কারণ শেষ ম্যাচ বেঙ্গালুরুতে বৃষ্টিবিঘ্নিত হওয়ায় ম্যাচের ফয়সালা হয়নি৷ এই অবস্থায় আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর প্রাথমিক দলে জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে৷ রতুরাজ গায়কোয়াড় এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপ তাঁর দলে নির্বাচন হওয়া খুবই মুশকিল৷ রতুরাজের এই অবস্থায় ভিডিও ভাইরাল হল যা তাঁর মানুষ হিসেবে মূল্যকে কিছুটা হলেও কমিয়ে দিত৷ এক ক্রিকেটারকে গ্রাউন্ডসম্যান ধাক্কা দিচ্ছেন দেখা যায়৷ এই ভিডিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যের সিরিজের পঞ্চম ম্যাচের দরুণ এই ঘটনা ঘটে৷
 watch viral video ruturaj gaikwad push to the groundsman who came to take selfie
watch viral video ruturaj gaikwad push to the groundsman who came to take selfie
advertisement

ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যের সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির বলি হয়ে যায়৷ ফলে সিরিজ ২-২ হয়ে যায়৷ ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের যে ভিডিও ভাইরাল হয়ে যায় তাতে দেখা যাচ্ছে তিনি হেলমেট, প্যাড, গ্লাভস পড়া অবস্থায় ব্যাট নিয়ে ডাগআউটে বসে আছেন এরকম দেখা যায়৷ এরই মধ্যে এক গ্রাউন্ডসম্যান তাঁর পাশে এসে বসেন৷ তিনি একটি সেলফি নিতে চাইছিলেন৷ সেই সময় রতুরাজ তাঁকে ধাক্কা দিয়ে সরে যেতে বলেন ৷ রতুরাজ এবং গ্রাউন্ডম্যানের এই কাণ্ড কারখানা ক্যামেরায় বন্দি হয়ে যায়৷ আর তারপরেই সেটা ভাইরাল ভিডিও হয়ে যায়৷ অনেকেই এই ভিডিও দেখে ক্রিকেটারকে কথা শোনাচ্ছেন৷

advertisement

আরও পড়ুন - Kumar Dhamasena Viral Video: তিনি যে আর ক্রিকেটার নেই ভুলে গিয়ে এ কী করছিলেন, ভাইরাল ভিডিও

দেখুন ভাইরাল ভিডিও ...

রতুরাজ গায়কোয়াড় পাঁচ ইনিংসে ৯৬ রান করেছে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনি পাঁচ ম্যাচে পাঁচ ইনিংসে ৯৬ রান করে৷ এই সময়ে তাঁর ক্রিকেটের গড় ১৯.২০৷ গায়কোয়াড়ের সেরা স্কোর ৫৭ রান৷ পুরো সিরিজে গায়কোয়াড়ের ব্যাট থেকে ৯ টি চার এবং ৫ টি ছক্কা হয়েছে৷ সিরিজের শুরুর দিকে টিম ইন্ডিয়া বিশাখাপত্তনম এবং রাজকোটের টি টোয়েন্টি ম্যাচে জিতে শানদার ভাবে সিরিজে ফিরেছে৷

advertisement

বেঙ্গালুরু টি টোয়েন্টিতে ১০ রান করে আউট হয়ে যান গায়কোয়াড়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ঘরে টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে কোনও টি টোয়েন্টি সিরিজ জিততে পারেনি৷

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ক্রিকেটার হতে না হতেই ‘এই’, গ্রাউন্ডসম্যানকে ধাক্কা রতুরাজের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল