Kumar Dhamasena Viral Video: তিনি যে আর ক্রিকেটার নেই ভুলে গিয়ে এ কী করছিলেন, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন ভাইরাল ভিডিও...
#কলম্বো: শ্রীলঙ্কা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার (SL vs AUS 3rd ODI)সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে৷ এই জয়ের কারণে সফরকারী দল ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে রয়েছে৷ কলম্বোতে খেলা এই বাইশ গজের লড়াইতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯১ রান করে৷ এর উত্তরে শ্রীলঙ্কা ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পেয়েছে৷ এই লড়াইতে একটা এমন সময় হাজির হয়েছিল যে মাঠে হাজির আম্পায়র কুমার ধর্মসেনা (Kumar Dharmasena) ফিল্ডিং করতে দেখা যায়৷ যা দেখে দর্শক চমকে যায়৷ ধর্মসেনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
আসলে অস্ট্রেলিয়ার ইনিংসে র সময় উফকেটকিপার অ্যালেক্স কৈরি (Alex Cary) ব্যাটিং করছিলেন৷ তখন তিনি স্কোয়ার লেগের দিকে একটি শট খেলেন৷ এতে আম্পায়র কুমার ধর্মসেনা সেদিকেই আম্পায়র হিসেবে দাঁড়িয়েছিলেন৷ ৯০ -র শকে শ্রীলঙ্কা দলের অংশ ধর্মসেনা বল ধরে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেন৷ কিন্তু খুব তাড়াতাড়িই বুঝে যান তিনি আর ক্রিকেটার নেই তিনি ম্যাচের আম্পায়র৷ তিনি নিজের হাত পিছন দিকে করে নেন৷ বল ঠিক তাঁর সামনে এসে পড়ে যায়৷ ধর্মসেনার এই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল ভিডিও হয়ে যায়৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
Kumar Dharmasena going for a catch in SL vs Aus Odi match pic.twitter.com/DYyxn6kEsy
— Sportsfan Cricket (@sportsfan_cric) June 20, 2022
advertisement
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে হেড এবং ফিঞ্চের হাফ সেঞ্চুরি
ম্যাচ খেলার কথা হলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৬২ রানের ইনিংস খেলেন৷ যেখানে ট্রেভিস হেড ৬৫ বলে ৭০ রান করেন৷ উইকেটকিপার অ্যালেক্স কৈরি ৫২ বলে ৪৯ রান করেন৷ অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ধামাকা ৩৩ রান করেন৷ মার্নস লাবুসেন ২৯ রান করেন৷ শ্রীলঙ্কার পক্ষ থেকে জেফ্রি বান্ডরসে সর্বাধিক ৩ উইকেট নেন৷
advertisement
শ্রীলঙ্কা ওপেনার পথুমা নিশঙ্কা ১৩৩ রানের ইনিংস খেলেন
শ্রীলঙ্কার পক্ষ থেকে ওপেনার পথুমা নিশঙ্কা ১৩৩ রান করেন৷ তিনি ১৪৭ বলে ১১ টি চারের সাহায্যে এই রান করেন৷ কুসল মেন্ডিস ৮৫ বলে ৮৭ রান করেন৷ অস্ট্রেলিয়ার ঝেই রিচার্ডসন ২ টি উইকেট নেন৷ ২১ তারিখ শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ২১ জুন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2022 2:30 PM IST