এই ভিডিওতে ২৮ বছরের হাসান আলি তাঁর দলের সতীর্থ ক্রিকেটার হারিস রউফের সামনেই জবরদস্ত ডান্স করেন৷ হারিস রউফ বাউন্ডারির বাইরে হাসান আলির হেব্বি ঠুমকা মজা নিয়ে দেখছিলেন৷ হাসান আলি ফাটাফাটি নাচ দেখে হ্যারিসও ব্যাপক হাসছিলেন৷
আরও পড়ুন - Shimla Cloudburst: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
এদিকে ধারাভাষ্যকর ড্যানি মরিসনও হাসান আলি -র এই নাচ দেখে অবাক হয়ে যান৷ ড্যানি বলেন হাসান আলি নিজের বোলিং অ্যাকশনের কিছু আগে এগিয়ে আসার চেষ্টা করেছে৷
প্রথম ইনিংসে ২২২ রান করে শ্রীলঙ্কা
প্রথম টেস্ট ম্যাচের কথা বলতে গেলে, শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২২২ রান করে। তার পক্ষে দীনেশ চান্দিমল সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন এবং মহিষ থিকসানা ৩৮ রান করেন। ওপেনার ওসাদা ফার্নান্দো ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন, কুশল মেন্ডিস ২১ রান করেন। পাকিস্তানের পক্ষে পেসার শাহিন আফ্রিদি চারটি এবং হাসান আলি ও ইয়াসির শাহ দুটি উইকেট নেন।
আরও পড়ুন - Raj Yog: শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা
বাবরের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪ রানে পিছিয়ে পাকিস্তান
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে পাকিস্তান দল তাদের প্রথম ইনিংসে ২১৮ রান করে। প্রথম ইনিংসের ভিত্তিতে চার রানের লিড পেয়েছে আয়োজক শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্যাপ্টেন বাবর আজম। বাবর উইকেটের এক এন্ডে দাঁড়িয়েছিলেন এবং উইকেটের অন্য এন্ডে উইকেটের পতন অব্যহত ছিল। শ্রীলঙ্কার হয়ে স্পিনার প্রভাদ জয়সুরিয়া সর্বোচ্চ ৫ উইকেট নেন।