TRENDING:

Padma Award 2026 Vladimir Mestvirishvili: তিনি ভারতীয় নন, তবুও পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার! এত বড় সম্মান অবশ্য বেঁচে থাকতে দেখে যেতে পারলেন না এই কিংবদন্তি

Last Updated:

Coach Vladimir Mestvirishvili : প্রয়াত জর্জিয়ান কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভিলি, যিনি ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়ার ক্রীড়াজীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, রবিবার পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের তালিকায় স্থান পেয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : প্রয়াত জর্জিয়ান কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভিলি, যিনি ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়ার ক্রীড়াজীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, রবিবার পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের তালিকায় স্থান পেয়েছেন। মেস্তভিরিশভিলিকে মরণোত্তর পদ্মশ্রী প্রদান সম্পূর্ণ ন্যায্য—যেমনটা ন্যায্য ছিল আরেক বিদেশি কোচের স্বীকৃতি, যিনি ২০১২ সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন। তিনি কিউবান-বংশোদ্ভূত বক্সিং কোচ বি আই ফার্নান্দেজ, যাঁর প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে বেইজিং অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী বিজেন্দর সিংও রয়েছেন।
News18
News18
advertisement

২০২০ টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়া তাঁকে ভারতীয় কুস্তির ‘পিতৃসম ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেন। অন্যদিকে, ২০১২ লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী যোগেশ্বর দত্ত বলেন, মেস্তভিরিশভিলির দিকনির্দেশনা ছাড়া ভারতীয় কুস্তিগিররা অলিম্পিকে পদক জিততে পারতেন না। মেস্তভিরিশভিলি গত বছর ৮১ বছর বয়সে প্রয়াত হন।

“যখনই সুশীল, যোগেশ্বর এবং আমার নাম উচ্চারিত হয়, তখন তাঁর নামও নেওয়া উচিত। ভারতের অলিম্পিক পদক জয়ের পেছনে তাঁর বড় ভূমিকা রয়েছে,” বলেছেন বজরং। প্রায় ১৫ বছর ধরে মেস্তভিরিশভিলির কাছে প্রশিক্ষণ নেওয়া যোগেশ্বর দত্ত ভারতীয় কুস্তিগিরদের কারিগরি দক্ষতা উন্নত করার কৃতিত্ব তাঁরই বলে জানান।

advertisement

যোগেশ্বর বলেন, “তিনি ভারতে আসার পর কারিগরি সমস্যাগুলোর সমাধান হয়। কী করতে হবে এবং কেন করতে হবে—এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা তৈরি হয়”। তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করতাম, তাঁর জীবদ্দশাতেই দ্রোণাচার্য পুরস্কার পাওয়া উচিত ছিল। তবে তাঁর অবদানকে স্বীকৃতি দিয়ে পদ্মশ্রী প্রদান করার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই।”

advertisement

বজরং একজন পরিশ্রমী কোচের স্মৃতিচারণা করেন, যাঁর নীতি ছিল ‘কুস্তিগিররাই আগে’। “প্রয়োজনে তিনি নিজেই কুস্তির ম্যাট মেরামত করতেন। কুস্তিগিরদের প্রতি তাঁর যত্ন কতটা ছিল, তা থেকেই বোঝা যায়। তিনি সব কুস্তিগিরকে নিজের পরিবারের সদস্যের মতো দেখতেন। কেউ পদক জিতল কি না, তা নিয়ে মাথা ব্যথা ছিল না—একজন বাবা যেমন তাঁর সন্তানদের সঙ্গে আচরণ করেন, ঠিক তেমনই করতেন। এমন কোচ খুব কমই আছেন যাঁরা প্রশিক্ষণ শেষ হওয়ার পরও কুস্তিগিরদের খেয়াল রাখেন।” বলেন বজরং।

advertisement

“ছোট ছোট বিষয়েও তাঁর নজর পড়ত। যেমন, শীতে আমরা শুধু চপ্পল পরে থাকলে তিনি বিরক্ত হতেন এবং আমাদের মোজা পরতে বলতেন। তাঁর কারিগরি জ্ঞান ছিল আধুনিক এবং তিনি সব সময় আপডেট থাকতেন। আমি তাঁর সঙ্গে বিদেশেও গিয়েছি এবং দেখেছি ইউরোপের দেশগুলোর কুস্তিগিররা তাঁকে কতটা সম্মান দিত,” বলে বজরং।

যোগেশ্বর স্মরণ করেন মেস্তভিরিশভিলির উদারতা ও ন্যায়পরায়ণতার কথা। “প্রশিক্ষণের পর আমাদের জার্সি ভিজে গেলে, ঠান্ডা লেগে যাওয়া থেকে বাঁচাতে তিনি আমাদের নিজের শুকনো জার্সি দিতেন। শীতকালে তিনি তাঁর ট্র্যাকসুটও দিয়ে দিতেন। খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রশিক্ষণের সময়সূচি—সবকিছুরই তিনি খেয়াল রাখতেন। তিনি সিনিয়র ও জুনিয়র কুস্তিগিরের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। তাঁর একটাই দাবি ছিল—নিবেদন ও নিষ্ঠা,” স্মৃতিচারণা করেন যোগেশ্বর।

advertisement

আরও পড়ুন- ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ! সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রফি ছোঁয়া হল না কোচ সৌরভেরও

সেরা ভিডিও

আরও দেখুন
একের পর এক মৃত্যু হচ্ছে জলজ প্রাণীর...! দূষণ বিভীষিকা ছড়াচ্ছে আতঙ্ক, হারিয়ে যাচ্ছে খড়ি নদী
আরও দেখুন

কুস্তিগিরদের মধ্যে ‘লাড্ডু’ নামে জনপ্রিয় মেস্তভিরিশভিলি ২০০৩ সালে জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হন। ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতীয় কুস্তি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, এরপর রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া তাঁর চুক্তি বাড়ায়নি। তিনি মডেল টাউনের বিখ্যাত ছত্রসাল স্টেডিয়াম আখড়ায় কুস্তিগিরদের প্রশিক্ষণ দিতে শুরু করেন, যেখানে তিনি ২০২০ টোকিও অলিম্পিকের রৌপ্যপদকজয়ী রবি দাহিয়াকেও কোচিং করিয়েছিলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Padma Award 2026 Vladimir Mestvirishvili: তিনি ভারতীয় নন, তবুও পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার! এত বড় সম্মান অবশ্য বেঁচে থাকতে দেখে যেতে পারলেন না এই কিংবদন্তি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল