সোমবার সন্ধ্যায় এই সেলেব্রিটি দম্পতিকে মুম্বাইয়ের একটি হাসপাতাল থেকে বের হতে দেখা গিয়েছে। অনুষ্কা এবং বিরাট বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটি থেকে ফিরে আসার পরেই তাঁরা দুজন একসঙ্গে ছুটলেন হাসপাতালে।
সোমবার সন্ধ্যায় দম্পতিকে মুম্বাইয়ের একটি হাসপাতাল থেকে বের হতে দেখা গিয়েছে। পাপারাৎজিরা তাঁদের গাড়ি ফলো করেছিল। দুজনেই মাস্ক পরেছিলেন। যদিও তাঁরা কেন হঠাত্ করে হাসপাতালে গিয়েছিলেন তা এখনও অজানা। মুম্বাইতে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই হাসপাতালে পৌঁছে যান তাঁরা।
advertisement
আরও পড়ুন- ৪৪০৭৫ কোটিতে এবার আলাদা চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে আইপিএল
মেয়ে ভামিকাকে নিয়েই ছুটিতে গিয়েছিলেন তাঁরা। মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে একের পর এক অসাধারণ ছবি শেয়ার করেছিলেন বিরুষ্কা। মনোকিনি পরে সমুদ্র সৈকতে পোজ দিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে।
অনুষ্কার ছবিগুলিতে সামান্থা রুথ প্রভু সহ অনেকে কমেন্ট ও লাইক করেছিলেন। বিরাট কোহলির একটি ছবিও বেশ হিট হয়েছিল।
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা। ‘চাকদা এক্সপ্রেস’-এ ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। ‘চাকদা এক্সপ্রেস’ সম্পর্কে কথা বলতে গিয়ে অনুষ্কা আগে বলেছিলেন, “এটি সত্যিই একটি বিশেষ ছবি। কারণ এটি মূলত অসাধারণ আত্মত্যাগের গল্প। চাকদা এক্সপ্রেস প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনের গল্পে অনুপ্রাণিত। এটি মহিলাদের ক্রিকেট সম্পর্কে বিশ্বের চোখ খুলে দেবে। এমন এক সময়ে যখন ঝুলন একজন ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন দেশের মহিলারা ক্রিকেট খেলার কথা ভাবতেও পারতেন না।"
আরও পড়ুন- বিরাট না বাবর, এগিয়ে কে? পাক বোলারের উত্তর শুনলে পুরো চমকে যাবেন
বিরাট কোহলি সম্প্রতি কেরিয়ারের সব থেকে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন তিনি বড় রান পাননি। আইপিএল ২০২২-এ তিনি একের পর এক ম্যাচে ফ্লপ করেছেন। আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে কোহলি খেলছেন না। তাঁক বিশ্রাম দিয়েছে বোর্ড। কোহলির যে কিছুদিন বিশ্রামের দরকার তা বেশ কয়েকজন প্রাক্তনও কয়েকদিন ধরে বলছিলেন।