আরও পড়ুন: সচিনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
তবে কোহলির অনুরোধ শোনেনি নিরাপত্তা কর্মীরা। যেই মুহূর্তে ওই ভক্তকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়, তখন একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা তাকে চড় মারেন, কারণ সেই ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে কোহলির কাছে পৌঁছনোর চেষ্টা করেছিল ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচে।
advertisement
যদিও সেই ম্যাচে সাত উইকেটে হেরে গিয়েছিল ভারত, তিন ম্যাচের ODI সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচ হবে রবিবার ইন্দোরে। কোহলি এখন দারুণ ফর্মে আছেন। চার বছর পরে ফের একদিনের ক্রিকেটে শীর্ষ স্থানে বিরাট কোহলি ছাড়াও তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। সেই তালিকায় দুই নম্বরে রয়েছেন কিউয়ি ব্যাটার ডারিল মিচেল। ডারিল মিচেলের ফর্ম চিন্তায় রেখেছে ভারতকে।
আরও পড়ুন: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! নীচে নামিয়ে দিলেন সতীর্থকেই
২০২১ সালের জুলাই মাসের পর বিশ্বের সেরা ODI ব্যাটার হলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুজ্ঝে তিন ম্যাচের সিরিজে ১৩৫, ১০২, আর অপরাজিত ৬৫ রান করেছিলেন। এরপর তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাদোদরাতে প্রথম ODI-তে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন রবিবার। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সিডনিতে ৭৪ রানে অপরাজিত ছিলেন কোহলি।
