তিনি টেলিভিশনে এশিয়া কাপ ফাইনাল দেখেছেন ৷ তিনি বিরাট কোহলি ৷ স্বাভাবিকভাবেই ছেলেদের লড়াই দেখে দারুণ খুশি ৷ স্বাভাবিকভাবেই ৭ তম এশিয়া কাপ জয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি ৷ পাশাপাশি প্রতিপক্ষ বাংলাদেশেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি ৷
এই পর্যন্ত যে লড়াইটাকে টেনে নিয়ে গেছেন বাংলাদেশি ক্রিকেটাররা তাতে মুগ্ধ বিরাট ৷ নিজের টুইটে তিনি লিখেছেন , ‘‘দারুণ করছে তোমরা সকলে শক্ত ম্যাচ বার করেছ ৷ আমাদের জন্য সপ্তম খেতাব বিসিসিআই ৷ অভিনন্দন বাংলাদেশ এরকম একটা শক্ত লড়াই দেওয়ার জন্য ৷ ’’
advertisement
আরও পড়ুন - ধর্ষণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কী করে হয়েছিল ঘটনা বিবরণ দিলেন অভিযোগকারিনী
এদিকে চোট নিয়ে মাঠে নেমেও ব্যাট ও বল হাতে ম্যাচে কামাল করেছেন কেদার যাদব তিনিও দারুণ উচ্ছ্বসিত এশিয়া কাপ জেতার জন্য ৷ রোহিত তাঁর ওপর ভরসা রেখেছিলেন তাই রোহিতকে নিয়ে বিশেষ টুইট তাঁর পক্ষ থেকে ৷