ধর্ষণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কী করে হয়েছিল ঘটনা বিবরণ দিলেন অভিযোগকারিনী

Last Updated:
1/8
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র সময়টা মোটে ভালো যাচ্ছে না ৷ জুভেন্তাসের জার্সি গায়ে গলানোর পর থেকে না রয়েছেন সেরা ফর্মে না রয়েছেন শিরোনামে ৷ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাল কার্ডও দেখেছেন ৷ এরমধ্যে আবার তাঁর বিরুদ্ধে একেবারে ধর্ষণের অভিযোগ আনলেন এক মার্কিন মহিলা ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র সময়টা মোটে ভালো যাচ্ছে না ৷ জুভেন্তাসের জার্সি গায়ে গলানোর পর থেকে না রয়েছেন সেরা ফর্মে না রয়েছেন শিরোনামে ৷ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাল কার্ডও দেখেছেন ৷ এরমধ্যে আবার তাঁর বিরুদ্ধে একেবারে ধর্ষণের অভিযোগ আনলেন এক মার্কিন মহিলা ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
advertisement
2/8
অভিযোগ করেছেন ক্যাথরিন মায়োরগা নামের লাস ভেগাসের বাসিন্দা ৷ ২০০৯ সালের জুন মাসে “Rain” নামের এই নাইট ক্লাবে দেখা হয়েছিল দু‘জনের ৷ Photo -DER SPIEGELFacebook
অভিযোগ করেছেন ক্যাথরিন মায়োরগা নামের লাস ভেগাসের বাসিন্দা ৷ ২০০৯ সালের জুন মাসে “Rain” নামের এই নাইট ক্লাবে দেখা হয়েছিল দু‘জনের ৷ Photo -DER SPIEGELFacebook
advertisement
3/8
সেখান থেকে দু‘জনে Palms Place Hotel-এ রোনাল্ডোর পেন্টহাউসে যান দু‘জন  ৷ সেখানেই তাঁর সঙ্গে anal সেক্স করেন তিনি ৷ জোর করে ছিল এই শারীরিক সম্পর্ক ৷ এরপর নাকি সিআর সেভেন ক্ষমাও চেয়েছিলেন ৷ Photo -DER SPIEGELFacebook
সেখান থেকে দু‘জনে Palms Place Hotel-এ রোনাল্ডোর পেন্টহাউসে যান দু‘জন ৷ সেখানেই তাঁর সঙ্গে anal সেক্স করেন তিনি ৷ জোর করে ছিল এই শারীরিক সম্পর্ক ৷ এরপর নাকি সিআর সেভেন ক্ষমাও চেয়েছিলেন ৷ Photo -DER SPIEGELFacebook
advertisement
4/8
ক্যাথরিন মায়োরগা জানিয়েছেন রোনাল্ডোর সঙ্গে তাঁর যখন আলাপ হয় তিনি জানতেন না সে কে ৷ পরে ইন্টারনেটে তার বিষয়ে পড়ে জানতে পারেন ৷ আলাপের পরেই ক্যারথিরনেক রোনাল্ডো নিজের পেন্টহাউসে আসার আমন্ত্রণ জানান ৷ সেখানে গেলে তাঁকে পুলে নামার আনুরোধ করেন ৷ স্বাভাবিকভাবেই পোশাক পরিবর্তন করতে যান তিনি ৷ এরপরেই ঘটে বিপত্তি ৷ Photo -DER SPIEGELFacebook
ক্যাথরিন মায়োরগা জানিয়েছেন রোনাল্ডোর সঙ্গে তাঁর যখন আলাপ হয় তিনি জানতেন না সে কে ৷ পরে ইন্টারনেটে তার বিষয়ে পড়ে জানতে পারেন ৷ আলাপের পরেই ক্যারথিরনেক রোনাল্ডো নিজের পেন্টহাউসে আসার আমন্ত্রণ জানান ৷ সেখানে গেলে তাঁকে পুলে নামার আনুরোধ করেন ৷ স্বাভাবিকভাবেই পোশাক পরিবর্তন করতে যান তিনি ৷ এরপরেই ঘটে বিপত্তি ৷ Photo -DER SPIEGELFacebook
advertisement
5/8
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের উন্মুক্ত পুরুষাঙ্গ নিয়ে তাঁর কাছে এসে সেটিকে ছুঁতে বলেন তারপর ক্যাথরিনের সারা গায়ে স্পর্শ করতে শুরু করেন তিনি ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের উন্মুক্ত পুরুষাঙ্গ নিয়ে তাঁর কাছে এসে সেটিকে ছুঁতে বলেন তারপর ক্যাথরিনের সারা গায়ে স্পর্শ করতে শুরু করেন তিনি ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
advertisement
6/8
সবকিছপু হয়ে যাওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাঁচুমাচু মুখে এসে তাঁর কাছে নতজানু হয়ে ক্ষমা চান ৷ তিনি বলেছিলেন ৯৯ শতাংশ আমি একজন ভালো মানুষ কিন্তু বাকি এক শতাংশের বিষয়ে আমি জানি না ৷ Photo -DER SPIEGELFacebook
সবকিছপু হয়ে যাওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাঁচুমাচু মুখে এসে তাঁর কাছে নতজানু হয়ে ক্ষমা চান ৷ তিনি বলেছিলেন ৯৯ শতাংশ আমি একজন ভালো মানুষ কিন্তু বাকি এক শতাংশের বিষয়ে আমি জানি না ৷ Photo -DER SPIEGELFacebook
advertisement
7/8
তিনি রোনাল্ডোর বিরুদ্ধে মুখ বন্ধ করেছিলেন টাকার বিনিময়ে ৷ ২০১০ সালে ৩লক্ষ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছিলেন সিআর সেভেন ৷ Photo Source: Collected
তিনি রোনাল্ডোর বিরুদ্ধে মুখ বন্ধ করেছিলেন টাকার বিনিময়ে ৷ ২০১০ সালে ৩লক্ষ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছিলেন সিআর সেভেন ৷ Photo Source: Collected
advertisement
8/8
এদিকে এত বছরের নীরবতা ভাঙার খেসারত না ক্যাথরিনকেই দিতে হয় ৷ কারণ সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমে এই সাক্ষাৎকার দিয়েছেন অভিযোগহকারিনী ৷ অর্থ নিয়ে তিনি চুক্তি করেছিলেন এই বিষয়ে মুখ খুলবেন না ৷ এবার তিনি সেটা নিয়েইমুখ খোলায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে জানিয়েছেন সিআরসেভেনর আইনজীবীরা ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
এদিকে এত বছরের নীরবতা ভাঙার খেসারত না ক্যাথরিনকেই দিতে হয় ৷ কারণ সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমে এই সাক্ষাৎকার দিয়েছেন অভিযোগহকারিনী ৷ অর্থ নিয়ে তিনি চুক্তি করেছিলেন এই বিষয়ে মুখ খুলবেন না ৷ এবার তিনি সেটা নিয়েইমুখ খোলায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে জানিয়েছেন সিআরসেভেনর আইনজীবীরা ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
advertisement
advertisement
advertisement